দুই বছরের চুক্তিতে মোনাকোতে যোগ দিচ্ছেন পগবা

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৯:৫২

ঢাকা, ২৩ জুন ২০২৫ (বাসস) : লিগ ওয়ানের ক্লাব এএস মোনাকোতে যোগ দিতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার পল পগবা। একটি সূত্র ইএসপিএন’কে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটির মতে সৌদি পেশাদার লিগের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে পগবা ফরাশি ক্লাবটির সাথে দুই বছরের চুক্তিতে মৌখিক সম্মতি জানিয়েছেন। 

গত বছরের ফেব্রুয়ারিতে ড্রাগ টেস্টে ধরা পড়ে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পগবা। সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিট্রেশনের আপিলের প্রেক্ষিতে অক্টোবরে শাস্তির মেয়াদ ১৮ মাসে কমিয়ে আনা হয়। সেই নিষেধাজ্ঞা গত মার্চে শেষ হয়েছে। 

পগবা অবশ্য ইএসপিএনকে জানিয়েছিলেন চার বছরের নিষেধাজ্ঞা পাবার পর তিনি ফুটবল থেকে অবসরের চিন্তা করেছিলেন। গত বছর পগবা এ সম্পর্কে বলেছিলেন, ‘অবশ্যই আমার মাথায় অন্য কিছু কাজ করছে। এমনকি খেলা ছেড়ে দেবার মত সিদ্ধান্তও নিতে পারি। যা আমি পছন্দ করি সেটাই আমি করি, আমি এমনই। ফুটবল থেকে যদি চার বছর দুরে থাকতে হয়, চার বছর কোন খেলা নেই, কোন অনুশীলন নেই, তাহলে কোন ক্লাব ভবিষ্যতে আমাকে কেন নিবে। আমি কি চার বছর পর যথাযথ ফিট থাকতে পারবো কিনা, এসব চিন্তা আমার মাথায় এসেছে। কিন্তু অন্যভাবে আমার মধ্যে আস্থাও রয়েছে। আমি জানি কোন অন্যায় কাজ আমি করিনি। এ কারনেই আমার শাস্তির মেয়াদও কমিয়ে আনা হয়েছে।’

২০২৩ সালের সেপ্টেম্বরে জুভেন্টাসের জার্সিতে ২৯ মিনিট মাঠে ছিলেন পগবা, যেটা তার শেষ ম্যাচ। সর্বশেষ ২০২২ সালের মার্চে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পগবা পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০