দুই বছরের চুক্তিতে মোনাকোতে যোগ দিচ্ছেন পগবা

বাসস
প্রকাশ: ২৩ জুন ২০২৫, ১৯:৫২

ঢাকা, ২৩ জুন ২০২৫ (বাসস) : লিগ ওয়ানের ক্লাব এএস মোনাকোতে যোগ দিতে যাচ্ছেন ম্যানচেস্টার ইউনাইটেড ও জুভেন্টাসের সাবেক মিডফিল্ডার পল পগবা। একটি সূত্র ইএসপিএন’কে এই তথ্য নিশ্চিত করেছে।

সূত্রটির মতে সৌদি পেশাদার লিগের লোভনীয় প্রস্তাব ফিরিয়ে দিয়ে পগবা ফরাশি ক্লাবটির সাথে দুই বছরের চুক্তিতে মৌখিক সম্মতি জানিয়েছেন। 

গত বছরের ফেব্রুয়ারিতে ড্রাগ টেস্টে ধরা পড়ে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে চার বছরের জন্য নিষিদ্ধ হয়েছিলেন পগবা। সর্বোচ্চ ক্রীড়া আদালত কোর্ট অব আর্বিট্রেশনের আপিলের প্রেক্ষিতে অক্টোবরে শাস্তির মেয়াদ ১৮ মাসে কমিয়ে আনা হয়। সেই নিষেধাজ্ঞা গত মার্চে শেষ হয়েছে। 

পগবা অবশ্য ইএসপিএনকে জানিয়েছিলেন চার বছরের নিষেধাজ্ঞা পাবার পর তিনি ফুটবল থেকে অবসরের চিন্তা করেছিলেন। গত বছর পগবা এ সম্পর্কে বলেছিলেন, ‘অবশ্যই আমার মাথায় অন্য কিছু কাজ করছে। এমনকি খেলা ছেড়ে দেবার মত সিদ্ধান্তও নিতে পারি। যা আমি পছন্দ করি সেটাই আমি করি, আমি এমনই। ফুটবল থেকে যদি চার বছর দুরে থাকতে হয়, চার বছর কোন খেলা নেই, কোন অনুশীলন নেই, তাহলে কোন ক্লাব ভবিষ্যতে আমাকে কেন নিবে। আমি কি চার বছর পর যথাযথ ফিট থাকতে পারবো কিনা, এসব চিন্তা আমার মাথায় এসেছে। কিন্তু অন্যভাবে আমার মধ্যে আস্থাও রয়েছে। আমি জানি কোন অন্যায় কাজ আমি করিনি। এ কারনেই আমার শাস্তির মেয়াদও কমিয়ে আনা হয়েছে।’

২০২৩ সালের সেপ্টেম্বরে জুভেন্টাসের জার্সিতে ২৯ মিনিট মাঠে ছিলেন পগবা, যেটা তার শেষ ম্যাচ। সর্বশেষ ২০২২ সালের মার্চে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে পগবা পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০