জাতীয় ভলিবল প্রতিযোগিতার বাছাইপর্বে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড চ্যাম্পিয়ন

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২০:৩৫

ঢাকা, ২৪ জুন ২০২৫ (বাসস) : বাংলাদেশ ভলিবল ফেডারেশন এর ব্যবস্থাপনায় আয়োজিত ৩০তম জাতীয় ভলিবল প্রতিযোগিতার পুরুষ বিভাগের সংস্থা/অঞ্চলের বাছাইপর্বে চ্যাম্পিয়ন হয়েছে বিদুৎ উন্নয়ন বোর্ড।

আজ পল্টনস্থ শহীদ নূর হোসেন জাতীয় ভলিবল স্টেডিয়ামে অনুষ্ঠিত বাছাইপর্বের ফাইনালে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ২৫-১৭, ২৫-১৬, ২৫-২১ পয়েন্টে ৩-০ সেটে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।

ফাইনাল শেষে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ভলিবল ফেডারেশনের এ্যাডহক কমিটির সাধারণ সম্পাদক বিমল ঘোষ ভুলু। এছাড়াও উপস্থিত ছিলেন ফেডারেশনের সহ-সভাপতি মোঃ মাছুদুল আলম, সিনিয়র স্পোর্টস অর্গানাইজিং কমিটির সম্পাদক ব মোঃ সোহেল রানা লিংকন, মহিলা ভলিবল উপ-কমিটির সম্পাদক মোঃ আমিরুল হোসেন আপন। 

বাছাই পর্বে অংশ নিয়েছে সংস্থা অঞ্চলের ৬টি ভলিবল দল। দলগুলো দুইটি গ্রুপে বিভক্ত হয়ে বাছাই পর্বে অংশগ্রহণ করেছে। 

ক ও খ গ্রুপভিত্তিক এই বাছাই পর্ব থেকে প্রথমবারের মতো প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্স-আপ সহ সর্বমোট ৪টি দল জাতীয় ভলিবল প্রতিযোগিতার মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করবে। ইতোমধ্যে পুরুষ ও মহিলা বিভাগের মোট ১২টি দল মূল পর্বে সরাসরি অংশগ্রহণের সুযোগ পেয়েছে।

আগামী ২৬-৩০ জুন পর্যন্ত জাতীয় প্রতিযোগিতার পুরুষ ও নারী বিভাগের মূল পর্ব অনুষ্ঠিত হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০