চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে অলিম্পিক ডে উদযাপন

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২০:৫৫

চট্টগ্রাম, ২৪ জুন ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক অলিম্পিক আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রামে বিভাগীয় ক্রীড়া সংস্থার উদ্যোগে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে অলিম্পিক ডে ২০২৫।

এ উপলক্ষ্যে মঙ্গলবার সকালে নগরের সাগরিকাস্থ বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়, যা সাগরিকা সড়ক প্রদক্ষিণ করে স্টেডিয়ামে এসে শেষ হয়।

র‌্যালি শেষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় ক্রীড়া সংস্থার সভাপতি ও বিভাগীয় কমিশনার ড. মো: জিয়াউদ্দিন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) শারমিন জাহান, সিনিয়র সহকারী কমিশনার মো: মেজবাহ উদ্দিন, বিসিবি পরিচালক মনজুর আলম মঞ্জু, ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, ক্রীড়া সংস্থার সদস্য সচিব মো: সিহাব উদ্দীন, সদস্য শাহনেওয়াজ রিটন, সিজেকেএস কাউন্সিলর সাইফুল্লাহ চৌধুরী।

র‌্যালিতে অংশ নিয়ে বিভাগীয় কমিশনার ড. জিয়াউদ্দিন বলেন, খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি সমাজ পরিবর্তনের হাতিয়ার। তরুণ প্রজন্মকে খেলাধুলার সঙ্গে যুক্ত করে একটি সুস্থ ও সমৃদ্ধ জাতি গঠন সম্ভব।

এ আয়োজনের মাধ্যমে শিশু-কিশোর থেকে শুরু করে সর্বস্তরের মানুষের মধ্যে খেলাধুলায় আগ্রহ বাড়বে বলে আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০