মিরাজকে হুমকি মনে করছেন না ধনাঞ্জয়া

বাসস
প্রকাশ: ২৪ জুন ২০২৫, ২১:১৮

ঢাকা, ২৪ জুন ২০২৫ (বাসস) : আগামীকাল কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে শুরু হতে যাওয়া শ্রীলংকার বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে বাংলাদেশের হয়ে খেলবেন জ্বর থেকে সুস্থ হয়ে ওঠা অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ। গত এক বছর ব্যাট-বল হাতে দারুণ ছন্দে থাকা মিরাজকে হুমকি মনে করছেন না শ্রীলংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা।

গত এক বছরে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক এবং উইকেট শিকারী মিরাজ। ৫৯৮ রান করার পাশাপাশি ৪১ উইকেট শিকার করেছেন তিনি। 

সিরিজের দ্বিতীয় টেস্টে মিরাজ কি শ্রীলংকার জন্য হুমকি হতে পারেন কিনা এমন প্রশ্নের জবাবে লংকার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা বলেন, ‘আমার মনে হয় না। আমরা যখন বাংলাদেশ সফর করেছিলাম, তখন সে শেষ দুই টেস্টই খেলেছে। দেশের জন্য সে ভাল পারফর্ম করছে। আমরা তার পারফরমেন্সকে সম্মান করি। আমার মনে হয়,  ভালো খেলা হবে।’

প্রথম টেস্টের প্রথম ইনিংসে বাংলাদেশের ৪৯৫ রানের জবাবে ৪৮৫ রানে অলআউট হয় শ্রীলংকা। ফলে ১০ রানের লিড পায় টাইগাররা। দ্বিতীয় টেস্টে ব্যাটিংয়ের পাশাপাশি বোলিংয়েও ভাল করার প্রত্যাশা ধনাঞ্জয়া। 

তিনি বলেন, ‘আমরা সবসময় প্রথম ইনিংসে বড় রানের কথা বলি। যদি আমরা একটি বড় স্কোর তৈরি করতে পারি, তাহলে চাপে পড়ে প্রতিপক্ষ। এরপর ম্যাচ জয়ের জন্য ২০ উইকেট নিতে হবে আমাদের।’

দ্বিতীয় টেস্টের শুরুতে উইকেট ব্যাটিং সহায়ক হলেও শেষ দিকে স্পিনাররা সুবিধা পাবে। ম্যাচ এগিয়ে যাবার সাথে-সাথে স্পিনাররা টার্ন এবং বাউন্স পাবে বলে মনে করেন ধনাঞ্জয়া। 

তিনি বলেন, ‘এটি ব্যাটিং উইকেট হবে। সাধারণত এই ধরণের উইকেট শেষ কয়েকদিনে টার্ন করে থাকে। টেস্টের শেষ দিকে কিছুটা স্পিন হতে পারে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০