শ্রীলংকার বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১০:৩৬

ঢাকা, ২৫ জুন ২০২৫ (বাসস) : কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠে দুই ম্যাচ টেস্ট সিরিজের দ্বিতীয়টিতে শ্রীলংকার বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

ড্র হওয়া সিরিজের প্রথম টেস্টের একাদশ থেকে দু’টি পরিবর্তন এনেছে বাংলাদেশ। জাকের আলি ও ইনজুরিতে পড়া হাসান মাহমুদের জায়গায় একাদশে সুযোগ হয়েছে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ ও পেসার এবাদত হোসেনের। জ্বরের কারণে প্রথম ম্যাচে খেলতে পারেননি মিরাজ। দুই বছর পর টেস্ট খেলার সুযোগ পেয়েছেন এবাদত।

দু’টি পরিবর্তন হয়েছে শ্রীলংকার একাদশেও। গল টেস্ট দিয়ে বড় ফরম্যাট থেকে অবসর নেওয়া অ্যাঞ্জেলো ম্যাথুজ ও মিলান রাত্নায়াকের পরিবর্তে সুযোগ পেয়েছেন অলরাউন্ডার সোনাল দিনুশা ও পেসার বিশ্ব ফার্নান্দো। এ ম্যাচ দিয়ে অভিষেক হ”েছ দিনুশার।

সব মিলিয়ে এখন পর্যন্ত ২৭ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও শ্রীলংকা। এরমধ্যে বাংলাদেশ মাত্র ১টিতে এবং শ্রীলংকা ২০টিতে জয় পায়। ৬টি টেস্ট ড্র হয়।

বাংলাদেশ একাদশ : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক, মোমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদি হাসান মিরাজ, এবাদত হোসেন, তাইজুল ইসলাম, নাহিদ রানা ও নাঈম হাসান।

শ্রীলংকা একাদশ : ধনঞ্জয়া দি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কামিন্দু মেন্ডিস, কুশল মেন্ডিস, সোনাল দিনুশা, বিশ্ব ফার্নান্দো, থারিন্দু রত্নায়েকে, প্রবাথ জয়াসুরিয়া ও আসিথা ফার্নান্দো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০