জোড়া সেঞ্চুরিতে র‌্যাংকিংয়ে ২১ ধাপ উন্নতি শান্তর

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ১৮:১৫

ঢাকা, ২৫ জুন ২০২৫ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম টেস্টে জোড়া সেঞ্চুরি হাঁকান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। গল টেস্টের দুই ইনিংসে যথাক্রমে- ১৪৮ ও অপরাজিত ১২৫ রান করেন তিনি। ফলে আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ব্যাটারদের তালিকায় ২১ ধাপ এগিয়েছেন শান্ত। 

আইসিসি টেস্ট র‌্যাংকিংয়ে ২৯তম স্থানে উঠেছেন শান্ত। তার রেটিং পয়েন্ট ৬১৩। ড্র হওয়া ঐ টেস্টের সেরা খেলোয়াড় হন শান্ত। 

আজ পুরুষ ক্রিকেটারদের র‌্যাংকিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের প্রধান নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

গল টেস্টের প্রথম ইনিংসে ১৬৩ রানের নান্দনিক ইনিংস খেলেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটার মুশফিকুর রহিম। দ্বিতীয় ইনিংসে ৪৯ রান করেন তিনি। ম্যাচে ২১২ রান করে র‌্যাংকিংয়ে ১১ ধাপ এগিয়ে শান্তর ঠিক উপরে, অর্থাৎ ২৮তম স্থানে উঠেছেন মুশি। তার রেটিং এখন ৬১৫। শান্তর চেয়ে মাত্র ২ রেটিংয়ে এগিয়ে মুশফিক। টেস্টে বাংলাদেশের হয়ে সেরা র‌্যাংকিংয়ে আছেন মুশি।

প্রথম টেস্টের প্রথম ইনিংসে ৯০ রান করলেও অবনতি হয়েছে লিটন দাসের। তিন ধাপ পিছিয়ে ৫৭৬ রেটিং নিয়ে ৪০তম স্থানে নেমে গেছেন লিটন। 

পাঁচ ধাপ অবনতি হয়েছে মোমিনুল হকের। টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৪৩ রান করেন তিনি। ফলে ৫১ত স্থানে আছেন মোমিনুল। 

প্রথম ইনিংসে ১৪ ও দ্বিতীয় ইনিংসে ৭৬ রান কারায় তিন ধাপ এগিয়ে ৫০২ রেটিং নিয়ে ৫৫তম স্থানে উঠেছেন সাদমান ইসলাম।

গল টেস্টের প্রথম ইনিংসে ৫ ও দ্বিতীয় ইনিংসে ১ উইকেট নিয়ে বোলারদের র‌্যাংকিংয়ে ছয় ধাপ এগিয়েছেন বাংলাদেশ স্পিনার নাঈম হাসান। ৪৮তম স্থানে আছেন তিনি। 

ঐ টেস্টের প্রথম ইনিংসে ৩ উইকেট নিয়ে পাঁচ ধাপ এগিয়ে ওয়েস্ট ইন্ডিজ পেসার শামার জোসেফের সঙ্গে যৌথভাবে ৫৪তম স্থানে আছেন পেসার হাসান মাহমুদ উন্নতি তিনি।

দু’জনের রেটিং ৩৯৫ করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৩৪ বছর ধরে ইসরাইলে বন্দি দুই ছেলে ঘরে ফিরছে, আনন্দে আত্মহারা ফিলিস্তিনি মা-বাবা
সংঘর্ষে আফগানিস্তানের ২০০ জন নিহত : পাকিস্তান
চাঁদপুরে তিন দোকান মালিককে জরিমানা
চলতি অর্থবছরে রেমিট্যান্স প্রবাহ ১৪.৪ শতাংশ বৃদ্ধি পেয়েছে
নির্বাচনী দায়িত্ব পালনে আইনশৃঙ্খলা বাহিনীর ৭ লাখ ৬৮ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে : স্বরাষ্ট্র উপদেষ্টা
ওসমানী উদ্যানে ‘জুলাই স্মৃতিস্তম্ভ’র ভিত্তিপ্রস্তর স্থাপন
বিমান নিরাপত্তায় যুক্তরাজ্যের মূল্যায়নে সর্বোচ্চ নম্বর পেল বেবিচক
লেবাননে ইসরাইলি গ্রেনেড হামলায় জাতিসংঘের শান্তিরক্ষী আহত
ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে দুর্নীতিবিরোধী চেতনা গড়ে তুলতে হবে : দুদক কমিশনার
মাদারীপুরে পুকুরে ডুবে শিশুর মৃত্যু 
১০