টেস্ট মর্যাদার ২৫ বছর উদযাপনে কাল অভিষেক ম্যাচের ক্রিকেটাররা একত্রিত হবেন

বাসস
প্রকাশ: ২৫ জুন ২০২৫, ২১:২১

ঢাকা, ২৫ জুন, ২০২৫ (বাসস) : টেস্ট মর্যাদার ২৫ বছর উদযাপনের অংশ হিসেবে সপ্তাহব্যাপী আয়োজনে আগামীকাল মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একত্রিত হবেন বাংলাদেশের হয়ে অভিষেক টেস্ট খেলা ক্রিকেটাররা।

২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা পেয়ে বিশ্ব ক্রিকেটের অভিজাত ক্লাবে প্রবেশ করে বাংলাদেশ। ঐ বছরের ১০ নভেম্বর অভিষেক টেস্ট খেলতে নামে টাইগাররা। 

টেস্ট মর্যাদার রজতজয়ন্তী উদযাপনকালে আজ ধানমন্ডির রিয়া গোপ মহিলা কমপ্লেক্সে সাংবাদিকদের সাথে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেন, ‘আমরা ভাগ্যবান যে দেশের হয়ে প্রথম টেস্ট খেলতে পেরেছি। আমরা প্রথম টেস্টের সকল সদস্যকে আগামীকাল ক্রিকেট বোর্ডে আমন্ত্রণ জানিয়েছি। মূলত, আমরা সেই দিনগুলিতে ফিরে যেতে চাই, যাতে আমাদের ক্রিকেট বন্ধুত্ব বজায় থাকে।’

মিরপুরে প্রথম টেস্ট দলের ক্রিকেটারদের বিশেষ ব্লেজার ও ক্যাপ প্রদান করা হবে। প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত থাকবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া। 

ফটো সেশনের আগে কেক কাটবেন টেস্ট দলের সদস্যরা।

বাংলাদেশের প্রথম টেস্ট দলের সদস্য ছিলেন বর্তমান বিসিবি সভাপতি আমিনুল। দেশের অভিষেক টেস্টের সেঞ্চুরিয়ানও ছিলেন তিনি। গত মাসে দায়িত্ব নেওয়ার পর রজতজয়ন্তী উদযাপনের উদ্যোগ নেন বিসিবি সভাপতি। 

আমিনুল বলেন, ‘আমাদের পূর্ববর্তী ক্রিকেটাররা- ফারুক (আহমেদ) ভাই, আতাহার আলী ভাই, (মিনহাজুল আবেদীন) নান্নু ভাই - এমন অনেক ক্রিকেটার ছিলেন যারা টেস্ট খেলার সুযোগ পাননি। আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করি। কারণ আমরা প্রথম টেস্টে খেলতে পেরেছিলাম।’

ক্রিকেটের সবচেয়ে বড় অর্জনকে স্মরণীয় করে রাখতে বিসিবি দেশজুড়ে বিভিন্ন ইভেন্ট আয়োজন করছে। বর্তমানে বিভাগীয় শহরগুলিতে অনূর্ধ্ব-১২ সিক্স-এ-সাইড টুর্নামেন্ট চলছে। 

পাশাপাশি কমেন্টারি বুথ এবং গুড লাক উইশ বোর্ডও স্থাপন করা হয়েছে। 

দেশজুড়ে বিভিন্ন ইভেন্টের মাধ্যমে রজতজয়ন্তী উদযাপনের দু’টি কারণ আছে বলে জানান আমিনুল। 

তিনি বলেন, ‘আমরা দু’টি কারণে এই অনুষ্ঠানের আয়োজন করেছি। একটি হলো টেস্ট ক্রিকেটের ২৫ বছর উদযাপন এবং অন্যটি হলো দেশের অনেক জায়গায় ক্রিকেট ঘুমিয়ে ছিল। তাদের সবাইকে জাগিয়ে তোলা। আমরা এটি খুব সফলভাবে করতে পেরেছি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০