বাংলাদেশ সিরিজে শ্রীলংকা ওয়ানডে দলে ফিরলেন মাদুশঙ্কা-সামারাবিক্রমা

বাসস
প্রকাশ: ২৭ জুন ২০২৫, ২১:১৯ আপডেট: : ২৭ জুন ২০২৫, ২১:২৬

ঢাকা, ২৭ জুন, ২০২৫ (বাসস) : দিলশান মাদুশঙ্কা ও সাদিরা সামারাবিক্রমাকে ফিরিয়ে এনে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)।

ইনজুরির কারণে গত ফেব্রুয়ারিতে ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজে ছিলেন না মাদুশঙ্কা। ইনজুরিতে পড়া লাহিরু কুমারার জায়গায় দলে এসেছেন  এ পেসার ।

আরও দলে ফিরেছেন ব্যাটার সামারাবিক্রমা। গত বছর নভেম্বরে ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সর্বশেষ লংকানদের হয়ে খেলেছিলেন তিনি। সিরিজে ২ ইনিংসে মাত্র ১৩ রান করায় দল থেকে বাদ পড়েন সামারাবিক্রমা।

প্রথমবারের মত ওয়ানডে দলে ডাক পেয়েছেন বাঁ-হাতি পেসার মিলান রত্নায়েকে। বাংলাদেশের বিপক্ষে চলমান টেস্ট সিরিজের প্রথম ম্যাচে খেলেছিলেন মিলান। বল হাতে ৪ উইকেট শিকারের পাশাপাশি ৩৯ রান করেন তিনি।

তবে ফিটনেসের উপর নির্ভর করছে মিলানের খেলা। গল-এ বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম টেস্ট খেলার সময় ইনজুরিতে পড়েন তিনি। ফলে সিরিজের দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না মিলান। আশা করা হচ্ছে, ওয়ানডে সিরিজের আগেই সুস্থ হয়ে উঠবেন তিনি।

পেস বোলিংয়ে মিলানের সাথে আছেন আসিথা ফার্নান্দো, মাদুশঙ্কা ও ইশান মালিঙ্গা। দলে আছেন চারজন বিশেষজ্ঞ স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার সাথে আছেন মহেশ থিকশানা, দুনিথ ওয়ালালাগে, জেফ্রি ভ্যান্ডারসে।

ওয়ানডে সিরিজের ম্যাচগুলো আগামী ২, ৫ ও ৮ জুলাই অনুষ্ঠিত হবে। এরপর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজও খেলবে দু’দল।

শ্রীলংকা ওয়ানডে দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, আবিস্কা ফার্নান্দো, নিশান মাদুশকা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, কামিন্দু মেন্ডিস, জেনিত লিয়ানাগে, দুনিথ ওয়েলালাগে, হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, জেফরি ভ্যান্ডারসে, মিলান রত্নায়েকে, দিলশান মাদুশঙ্কা, আসিথা ফার্নান্দো ও ইশান মালিঙ্গা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ উদ্বোধন
অ্যাপেনডিক্সের অপারেশন শেষে সুস্থ আছেন সংস্কৃতি উপদেষ্টা
জামায়াতের উদ্যোগে জাতীয় সেমিনার অনুষ্ঠিত
সুনামগঞ্জে দ্রুত ও কার্যকরভাবে জনগণের দোরগোড়ায় ভূমিসেবা পৌঁছে দিতে সেমিনার
নারীর মুক্তি ও সমতার জন্য অন্তর থেকে পরিবর্তন আনতে হবে : মঈন খান
বোয়ালখালীতে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা প্রদান
বেগম খালেদা জিয়া দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্রের প্রতীক : মেয়র শাহাদাত হোসেন
বিদেশে ৪০ হাজার কোটি টাকার চুরি হওয়া সম্পদের সন্ধান মিলেছে : সিএকে এনবিআরের সিআইসি প্রধান
সারাদেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১,৬২৯ জন
দেশ যেন চরমপন্থী ও মৌলবাদের অভয়ারণ্য হয়ে উঠতে না পারে : তারেক রহমান 
১০