প্রথম ইনিংসে বাজে ব্যাটিংকে দুষলেন শান্ত

বাসস
প্রকাশ: ২৮ জুন ২০২৫, ১৮:৪৭

ঢাকা, ২৮ জুন ২০২৫ (বাসস) : প্রথম ইনিংসে বাজে ব্যাটিংয়ের কারণে   শ্রীলংকার কাছে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে দল হেরেছে  বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। স্বাগতিকদের কাছে  ইনিংস ও ৭৮ রানের ব্যবধানে হারার পর অধিনায়কত্ব  থেকে পদত্যাগের ঘোষণা দেন তিনি।

চার দিনেরও কম সময়ের মধ্যে দ্বিতীয় টেস্ট জিতে ১-০ ব্যবধানে দুই ম্যাচের সিরিজ জিতে নেয় স্বাগতিক শ্রীলংকা। চতুর্থ দিনে মাত্র ২৯ মিনিট ও ৩৪ বল খেলে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১৩৩ রানে অলআউট হয় টাইগাররা।

গল-এ সিরিজের প্রথম টেস্টে বেশিরভাগ সময় শ্রীলংকার বিপক্ষে আধিপত্য বিস্তার করার পরও ম্যাচটি ড্র করেছিল বাংলাদেশ। কিন্তু দ্বিতীয় টেস্টে নিজেদের মেলে ধরতে পারেনি বাংলাদেশ।

কলম্বোতে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে শান্ত বলেন, ‘প্রথম ইনিংসে আমাদের   ব্যাটিং  প্রত্যাশানুযায়ী হয়নি। এটাই আমাদের ম্যাচ হারের কারণ।’

তিনি আরও বলেন, ‘আমার এখনও মনে হয় আমাদের প্রথমে ব্যাট করা ঠিক আছে। আমরা যেভাবে আউট হয়েছি সেটি ভাল ছিল না। প্রথম ইনিংসে ব্যাটিংয়ে অনেক ভুল করেছি।’

ব্যাটিং উইকেট হওয়া স্বত্বেও প্রথমে ব্যাট করতে নেমে ২৪৭ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের হয়ে কোনো ব্যাটারই হাফ-সেঞ্চুরি করতে পারেনি। সর্বোচ্চ ৪৬ রান আসে ওপেনার সাদমান ইসলামের ব্যাট থেকে।

জবাবে প্রথম ইনিংসে ৪৫৮ রান তুলে ২১১ রানের বড় লিড নেয় শ্রীলংকা। ওপেনার পাথুম নিশাঙ্কা ১৫৮,দিনেশ চান্দিমাল ৯৩ এবং কুশল মেন্ডিস ৮৪ রান করেন।

প্রথম ইনিংসে বাংলাদেশের সফল বোলার ছিলেন স্পিনার তাইজুল ইসলাম। ১৩১ রানে ৫ উইকেট নেন তিনি। এছাড়া ৮৭ রানে ৩ উইকেট শিকার করেন আরেক স্পিনার নাইম হাসান। তাদের বোলিং দৃঢ়তায় ৫শ রান করার সুযোগ হাতছাড়া করে শ্রীলংকা।

ব্যাটাররা হতাশ করলেও বোলারদের প্রশংসা করেছেন শান্ত। তিনি বলেন, ‘তৃতীয় দিনে এ রকম পরিস্থিতিতে আমাদের বোলাররা ভালো করেছে। আমি আশা করি সামনে তারা আরও  ভাল করবে ।’

তিনি আরও বলেন, ‘আমাদের শেষটা খুবই হতাশাজনক। আমরা এই টেস্টে ভালো খেলতে পারিনি। এজন্য হতাশ।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু: ৩ লাখ ১১ হাজার ৭২১জন শিশু টিকার আওতায়
শরীয়তপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
জিম্মি মুক্তির পর গাজার সুড়ঙ্গ ধ্বংসের প্রতিশ্রুতি ইসরাইলের
পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : মির্জা ফখরুল
সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সুন্দরবনে বিদেশি পর্যটক বাড়াতে মাস্টারপ্ল্যান প্রণয়ন
গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব
১০