প্রিটোরিয়াস-বশের রেকর্ড সেঞ্চুরিতে প্রথম দিন দক্ষিণ আফ্রিকার

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৬:৫৩

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : টেস্ট অভিষেকেই লুয়া-ড্রে প্রিটোরিয়াস ও আট নম্বরে নামা কর্বিন বশের সেঞ্চুরিতে জিম্বাবুয়ের বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকা।  দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টের প্রথম দিন ৯০ ওভারে ৯ উইকেটে ৪১৮ রান করেছে দক্ষিণ আফ্রিকা। ১৫৩ রানের দুর্দান্ত ইনিংসে বহু রেকর্ডের মালিক হয়েছেন প্রিটোরিয়াস। ১০০ রান তুলে দিন শেষে অপরাজিত আছেন বশ।

বুলাওয়েতে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৫৫ রানে ৪ উইকেট হারায় টেস্ট ফরম্যাটের বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। এর মধ্যে ৩ উইকেটই নেন পেসার তানাকা চিভাঙ্গা।

পঞ্চম উইকেটে ৯৫ রানের জুটিতে শুরুতে বিপদে পড়া দক্ষিণ আফ্রিকাকে চাপমুক্ত করেন দুই অভিষিক্ত প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিস। ৩৮ বলে হাফ-সেঞ্চুরি তুলে ১২৩ বছরের রেকর্ড ভেঙ্গেছেন ব্রেভিস। দক্ষিণ আফ্রিকার হয়ে অভিষেক টেস্টে  দ্রুততম হাফ-সেঞ্চুরির মালিক এখন তিনি।

দীর্ঘ ১২৩ বছর এই রেকর্ডের মালিক ছিলেন ডেভ নার্স। ১৯০২ সালে জোহানেসবার্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে অভিষেকে ৪০ বলে হাফ-সেঞ্চুরি করেছিলেন নার্স।

ব্রেভিসের রেকর্ড হাফ-সেঞ্চুরির ইনিংস থামে ৫১ রানে। ৪১ বল খেলে ৩টি চার ও ৪টি ছক্কা মারেন তিনি।

সপ্তম উইকেটে বশের সাথে ১০৮ রানের জুটিতে সেঞ্চুরি পূর্ণ করে  রেকর্ড গড়েন প্রিটেরিয়াস। দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে ১৯ বছর ৯৩ দিন বয়সে সর্বকনিষ্ঠ সেঞ্চুরিয়ান হিসেবে রেকর্ড গড়েন প্রিটোরিয়াস। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯ বছর ৩১৭ দিনে সেঞ্চুরি করা গ্রায়েম পোলকের রেকর্ড ভাঙ্গেন প্রিটোরিয়াস।

রেকর্ড ইনিংসে শেষ পর্যন্ত ১৫৩ রানে আউট হন প্রিটোরিয়াস। ১৬০ বলের ইনিংসে ১১টি চার ও ৪টি ছক্কা মারেন এ খেলোয়াড় ১৫৭ বলে দেড়শ রানে পা রাখেন।

দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের মধ্যে টেস্টে দ্রুততম দেড়শ রানের রেকর্ড গড়েন প্রিটোরিয়াস। ২০১২ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে ১৬২ বলে দেড়শ স্পর্শ করেছিলেন এতদিন রেকর্ড দখলে রেখেছিলেন এবি ডি ভিলিয়ার্স।

এ ইনিংসের মাধ্যমে টেস্টে সবচেয়ে কম বয়সে দেড়শ রানের ইনিংসের রেকর্ড দখলে নিয়েছেন প্রিটোরিয়াস। ১৯৭৬ সালে নিজের টেস্ট অভিষেকে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৯ বছর ১১৯ দিনে ১৬৩ রানের ইনিংস খেলা পাকিস্তানের জাভেদ মিয়াঁদাদের রেকর্ড দখলে নেন প্রিটোরিয়াস।

দলীয় ২৮৯ রানে সপ্তম ব্যাটার হিসেবে প্রিটোরিয়াস ফেরার পর টেল-এন্ডারদের নিয়ে শেষ তিন উইকেটে ১২৯ রান যোগ করেন বশ। এতে ৯ উইকেটে ৪১৮ রানের বড় সংগ্রহ পায় দক্ষিণ আফ্রিকা।

দিনের শেষ ওভারের চতুর্থ বলে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ম্যাচেই প্রথম সেঞ্চুরির দেখা পান বশ। ১০টি চারে ১২৪ বল খেলে ১০০ রানে অপরাজিত আছেন বশ। তার সাথে ৯ রান নিয়ে ক্রিজে আছেন কিউনা মাফাকা।

জিম্বাবুয়ের চিভাঙ্গা ৮৩ রানে ৪ উইকেট নিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু: ৩ লাখ ১১ হাজার ৭২১জন শিশু টিকার আওতায়
শরীয়তপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
জিম্মি মুক্তির পর গাজার সুড়ঙ্গ ধ্বংসের প্রতিশ্রুতি ইসরাইলের
পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : মির্জা ফখরুল
সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সুন্দরবনে বিদেশি পর্যটক বাড়াতে মাস্টারপ্ল্যান প্রণয়ন
গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব
১০