আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলে শাস্তির কবলে সামি

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ১৭:৫৫

ঢাকা, ২৯ জুন ২০২৫ (বাসস) : ব্রিজটাউনে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টিভি আম্পায়ার অ্যাড্রিয়ান হোল্ডস্টকের দেওয়া আউটের সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে সমালোচনা করে শাস্তির কবলে পড়েছেন ওয়েস্ট ইন্ডিজ দলের প্রধান কোচ ড্যারেন সামি। 

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) আচরণবিধি ভঙ্গ করায় ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে সামির। পাশাপাশি সামির নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ হয়েছে।

সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন দক্ষিণ আফ্রিকার আম্পায়ার হোল্ডস্টকের দুটি সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলন সামি। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজকে লেগ বিফোর আউট এবং শাই হোপের ক্যাচ আউট দেওয়া নিয়ে অসন্তোষ প্রকাশ করেন স্যামি।

আইসিসি আচরণবিধির ২.৭ ধারা লঙ্ঘনের অভিযোগ আনা হয় স্যামির বিপক্ষে। এই ধারায় বলা আছে, আন্তর্জাতিক ম্যাচ, খেলোয়াড় বা ম্যাচ কর্মকর্তাদের প্রকাশ্য সমালোচনা অপরাধ।

গত ২৪ মাসের মধ্যে প্রথম ‘অপরাধ’ করলেন সামির। এজন্য জরিমানার পাশাপাশি একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছে তাকে। 

ম্যাচ রেফারি জাভাগাল শ্রীনাথের দেওয়া শাস্তি মেনে নিয়েছেন সামি। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

সিরিজের প্রথম টেস্ট ১৫৯ রানে হেরে ১-০ ব্যবধানে পিছিয়ে ওয়েস্ট ইন্ডিজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০