হেলমেটে বলের আঘাতে ছিটকে গেলেন বেনেট; কনকাশন বদলি প্রিন্স

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২১:০৭

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : বুলাওয়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংকালে হেলমেটে বলের আঘাতে মাঠ ছেড়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। টেস্টের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি। তাই তার কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়েছেন প্রিন্স মাসভাউরে।

গতকাল থেকে শুরু হওয়া টেস্টে আগে ব্যাট করে  প্রথম দিন ৯ উইকেটে ৪১৮ রান করে দক্ষিণ আফ্রিকা। আজ, দ্বিতীয় দিন ঐ স্কোরেই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। 

এরপর নিজেদের ইনিংস শুরু করে ২৩ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের ষষ্ঠ ওভারে মাফাকার বাউন্সারে পুল শট খেলতে গিয়ে ব্যর্থ হন বেনেট। এতে বল গিয়ে তার হেলমেটে লাগে। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও ব্যাটিং শুরু করেন বেনেট। 

কিন্তু পরের ওভারে কোডি ইউসুফের তিনটি ডেলিভারি খেলার পর মাঠ ছাড়েন বেনেট। 

পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, ‘ওপেনার বেনেট বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট ম্যাচের বাকি অংশে আর খেলতে পারবেন না।’

তারা আরও জানায়, ‘কানকাশন প্রোটোকল অনুসারে, ম্যাচের বাকি অংশে আর খেলবেন না বেনেট। তার পরিবর্তে প্রিন্সকে দলে নেওয়া হয়েছে।’

কনকাশন হিসেবে সুযোগ পেয়ে ৭ রানে আউট হন প্রিন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু: ৩ লাখ ১১ হাজার ৭২১জন শিশু টিকার আওতায়
শরীয়তপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
জিম্মি মুক্তির পর গাজার সুড়ঙ্গ ধ্বংসের প্রতিশ্রুতি ইসরাইলের
পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : মির্জা ফখরুল
সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সুন্দরবনে বিদেশি পর্যটক বাড়াতে মাস্টারপ্ল্যান প্রণয়ন
গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব
১০