হেলমেটে বলের আঘাতে ছিটকে গেলেন বেনেট; কনকাশন বদলি প্রিন্স

বাসস
প্রকাশ: ২৯ জুন ২০২৫, ২১:০৭

ঢাকা, ২৯ জুন, ২০২৫ (বাসস) : বুলাওয়েতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিংকালে হেলমেটে বলের আঘাতে মাঠ ছেড়েছেন জিম্বাবুয়ের ওপেনার ব্রায়ান বেনেট। টেস্টের বাকি অংশে আর খেলতে পারবেন না তিনি। তাই তার কনকাশন বদলি হিসেবে সুযোগ পেয়েছেন প্রিন্স মাসভাউরে।

গতকাল থেকে শুরু হওয়া টেস্টে আগে ব্যাট করে  প্রথম দিন ৯ উইকেটে ৪১৮ রান করে দক্ষিণ আফ্রিকা। আজ, দ্বিতীয় দিন ঐ স্কোরেই ইনিংস ঘোষণা করে প্রোটিয়ারা। 

এরপর নিজেদের ইনিংস শুরু করে ২৩ রানে ২ উইকেট হারায় জিম্বাবুয়ে। ইনিংসের ষষ্ঠ ওভারে মাফাকার বাউন্সারে পুল শট খেলতে গিয়ে ব্যর্থ হন বেনেট। এতে বল গিয়ে তার হেলমেটে লাগে। মাঠে প্রাথমিক চিকিৎসা নিয়ে আবারও ব্যাটিং শুরু করেন বেনেট। 

কিন্তু পরের ওভারে কোডি ইউসুফের তিনটি ডেলিভারি খেলার পর মাঠ ছাড়েন বেনেট। 

পরবর্তীতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ে ক্রিকেট জানিয়েছে, ‘ওপেনার বেনেট বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলমান টেস্ট ম্যাচের বাকি অংশে আর খেলতে পারবেন না।’

তারা আরও জানায়, ‘কানকাশন প্রোটোকল অনুসারে, ম্যাচের বাকি অংশে আর খেলবেন না বেনেট। তার পরিবর্তে প্রিন্সকে দলে নেওয়া হয়েছে।’

কনকাশন হিসেবে সুযোগ পেয়ে ৭ রানে আউট হন প্রিন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০