পাকিস্তান টেস্ট দলের অন্তর্বর্তী প্রধান কোচ আজহার মাহমুদ

বাসস
প্রকাশ: ৩০ জুন ২০২৫, ১৯:৩৫

ঢাকা, ৩০ জুন ২০২৫ (বাসস) : পাকিস্তান টেস্ট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন দেশটির সাবেক খেলোয়াড় আজহার মাহমুদ। গত ১৮ মাসের মধ্যে দলের চতুর্থ প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেলেন আজহার।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) জানিয়েছে, পাকিস্তান পুরুষ টেস্ট দলের অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হিসেবে আজহারকে নিয়োগ দেওয়া হয়েছে। জানুয়ারি পর্যন্ত এই পদে থাকবেন ৫০ বছর বয়সী আজহার। 

খেলোয়াড়ি জীবনে পাকিস্তানের হয়ে ২১টি টেস্ট এবং ১৪৩টি ওয়ানডে খেলেছেন আজহার। গত বছর থেকে সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

আকিব জাভেদের স্থলাভিষিক্ত হলেন মাহমুদ। গত ডিসেম্বর-জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকায় টেস্ট সিরিজ এবং ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব পালন করেছিলেন আকিব।

নবম ও শেষ স্থানে থেকে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় চক্র শেষ করার পর পদত্যাগ করেন আকিব।

অস্ট্রেলিয়ার সাবেক পেসার জেসন গিলেস্পির কাছ থেকে দায়িত্ব নিয়েছিলেন আকিব। পিসিবির সাথে মতবিরোধের কারণে ছয় মাস পর ২০২৪ সালের ডিসেম্বরে নিজের পদ থেকে পদত্যাগ করেছিলেন গিলেস্পি।
গিলেস্পির আগে পাকিস্তানের টিম ডিরেক্টর ছিলেন সাবেক অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। তার অধীনে অস্ট্রেলিয়ায় ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারে পাকিস্তান। 

গত মাসে দুই বছরের জন্য সাদা বলের ফরম্যাটে পাকিস্তানের প্রধান কোচের দায়িত্ব নেন মাইক হেসন।
টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে আগামী অক্টোবরে নিজেদের প্রথম সিরিজে দক্ষিণ আফ্রিকা এবং ডিসেম্বর-জানুয়ারিতে শ্রীলংকাকে আতিথেয়তা দেবে পাকিস্তান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০