ম্যান সিটি-মিলানের বিদায়ের ম্যাচে শেষ আটে আল হিলাল ও ফ্লুমিনেন্স

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৭:১৭

ঢাকা, ১ জুলাই ২০২৫ (বাসস) : ক্লাব বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে সৌদি ক্লাব আল হিলাল ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স। 

আজ সকালে অনুষ্ঠিত শেষ ষোলোর লড়াইয়ে আল হিলাল ৪-৩ গোলে হারিয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেষ্টার সিটিকে। গতরাতে শেষ ষোলোর ম্যাচে ফ্লুমিনেন্স ২-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানকে। আগামী শুক্রবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আল হিলাল ও ফ্লুমিনেন্স। 

ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে আল হিলালের বিপক্ষে প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে ছিল ম্যানচেষ্টার সিটি। নবম মিনিটে বার্নার্ডো সিলভার গোলে এগিয়ে যায় ম্যান সিটি। এগিয়ে গিয়েও আক্রমণের ধার কমায়নি ম্যান সিটি। কিন্তু ম্যান সিটির আক্রমণগুলো নস্যাৎ করে দেন আল হিলালের গোলরক্ষক ইয়েসিন বুনু। 

প্রথমার্ধে বলার মত আক্রমণ করতে না পারলেও দ্বিতীয়ার্ধে ৬ মিনিটের ব্যবধানে দুই গোল আদায় করে নেয় আল হিলাল। ৪৬ মিনিটে মার্কোস লিওনার্দোর গোলে ম্যাচ সমতা ফেরায় আল হিলাল। ৫২ মিনিটে প্রথমবারের মত সিটিকে লিড এনে দেন ম্যালকম। 

২-১ গোলের লিড বেশিক্ষণ ধরে রাখতে পারেনি আল হিলাল। ৫৫ মিনিটে ম্যান সিটিকে সমতায় ফেরান আর্লিং হলান্ড। 

শেষ পর্যন্ত ২-২ সমতায় নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হলে, ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

অতিরিক্ত সময়ের শুরুতেই আল হিলালকে এগিয়ে দেন কালিদু কুলিবালি। ম্যাচের ৯৪ মিনিটে গোলটি করেন তিনি। ৩-২ গোলে লিড নেয় আল হিলাল। 

পিছিয়ে পড়েও ম্যাচে সমতা ফেরাতে মরিয়া হয়ে উঠে ম্যান সিটি। অবশেষে ম্যাচের ১০৪ মিনিটে সিটিকে ম্যাচে ফেরান ফিল ফোডেন। 

এরপর ম্যাচের ১১২ মিনিটে লিওনার্দো নিজের দ্বিতীয় ও আল হিলালের হয়ে চতুর্থ গোল করে এগিয়ে দেন হিলালকে। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি গার্দিওলার দল। অবিশ্বাস্য এক জয়ে ইতিহাস গড়েই মাঠ ছাড়ে আল হিলাল। 

এর আগে গত রাতে ইন্টার মিলানকে চমকে দেয় ফ্লুমিনেন্স। ব্যাংক অব আমেরিকা স্টেডিয়ামে ম্যাচের ৩ মিনিটেই গেরমান কানোর গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স। 

শুরুতে গোল আদায় করার পর ইন্টার মিলানের অবিরাম আক্রমণে রক্ষণাত্মক হয়ে পড়ে ফ্লুমিনেন্স। কিন্তু ম্যাচের বাকী সময়ে গোল পায়নি ইন্টার মিলান। উল্টো দ্বিতীয়ার্ধে ইনজুরি সময়ের তৃতীয় মিনিটে বাঁ পায়ের শটে ফ্লুমিনেন্সের জয় নিশ্চিত করেন হারকিউলিস। ব্রাজিলের পালমেইরাসের পর দ্বিতীয় দল হিসেবে ক্লাব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের টিকিট পেল ফ্লুমিনেন্স।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০