ইংল্যান্ডের লক্ষ্য ডাবল লিড; ভারতের সমতা

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৯:৩২

ঢাকা, ১ জুলাই ২০২৫ (বাসস) : হেডিংলিতে ভারতের বিপক্ষে প্রথম টেস্ট জিতে পাঁচ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে স্বাগতিক ইংল্যান্ড। জয়ের ধারা অব্যাহত রেখে আগামীকাল শুরু হতে যাওয়া ম্যাচেই ডাবল  লিড নিতে চায় ইংলিশরা। অন্যদিকে, প্রথম টেস্টে হারের ক্ষত ভুলে সিরিজে সমতা আনতে বদ্ধপরিকর ভারত। 

বার্মিংহামে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু হবে বাংলাদেশ সময় বিকেল ৪টায়।

প্রথম টেস্টে ভারতের ছুঁড়ে দেওয়া ৩৭১ রানের টার্গেট ম্যাচের শেষ দিন স্পর্শ করে দুর্দান্ত জয় তুলে নেয় ইংল্যান্ড। আক্রমণাত্মক ব্যাটিংয়ে ওভারপ্রতি ৪ দশমিক ৫৪ করে রান তুলেছেন ইংলিশরা। দলের হয়ে ওপেনার বেন ডাকেট ১৪৯ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। 

দ্বিতীয় টেস্টেও আক্রমণাত্মক মনোভাব বজায় রাখার কথা জানালেন ডাকেট। তিনি বলেন, ‘আমরা আক্রমণাত্মক ব্যাটিং অব্যাহত রাখব। ওভারপ্রতি ৪ বা সাড়ে ৪ করে রান তোলাই আমাদের মূল লক্ষ্য। যা আমরা প্রথম টেস্টে করেছি। যেকোনো টার্গেট স্পর্শ করার আত্মবিশ্বাস এই দলটির আছে।’

সিরিজে ডাবল লিডের লক্ষ্য নিয়ে ইংল্যান্ড মাঠে নামবে বলে জানান ডাকেট। বোলারদের আরও ভাল করতে হবে বলে মনে করেন তিনি, ‘আমাদের প্রধান লক্ষ্য জয়ের ধারা অব্যাহত রাখা। বোলারদের আরও উন্নতি করতে হবে। কারণ প্রথম টেস্টের দুই ইনিংসে সুবিধা করতে পারেনি বোলাররা। প্রতিপক্ষ দুই ইনিংস মিলিয়ে আটশর বেশি রান করেছে। আশা করছি, দ্বিতীয় টেস্টে বোলারদের সেরা ফর্মে দেখতে পাব।’

প্রথম টেস্টের দুই ইনিংসে পাঁচটি সেঞ্চুরি হয়েছে ভারতের। দুই ইনিংসেই উইকেটরক্ষক ঋষভ পান্ত, এক ইনিংসে যশস্বী জয়সওয়াল-অধিনায়ক শুভমান গিল ও লোকেশ রাহুল সেঞ্চুরি করেন। টেস্টে ১৪৮ বছরের ইতিহাসে এই প্রথম ব্যাটারদের পাঁচ সেঞ্চুরির পরও কোনো দলকে ম্যাচ  হারতে হলো।

প্রথম টেস্টে দুর্দান্ত পারফরমেন্সের পরও সিরিজে পিছিয়ে পড়ায় হতাশ ভারত। তবে ঘুরে দাঁড়াতে বদ্ধপরিকর টিম ইন্ডিয়া। দলের সহকারী কোচ রায়ান ডেসকাট বলেন, ‘প্রথম টেস্টে দল হিসেবে আমরা ভাল খেলেছি। কিন্তু ভাগ্য আমাদের সাথে ছিল না। ছোট-ছোট ভুলে আমাদের হারতে হয়েছে। আশা করছি, পরের টেস্টেই ছেলেরা ঘুরে দাঁড়াবে এবং জয় নিয়ে মাঠ ছাড়বে।’

ওয়ার্ক লোডের কারণে দ্বিতীয় টেস্টে ভারতের সেরা পেসার জসপ্রিত বুমরাহর খেলা নিয়ে শঙ্কা ছিল। কিন্তু সেই শঙ্কা দূর করেছেন ডেসকাট। তিনি বলেন, ‘দ্বিতীয় টেস্টে বুমরাহকে পাওয়া যাবে। আমরা সবাই জানতাম পাঁচ টেস্টের তিনটি খেলবে সে। তবে প্রথম টেস্টের পর আট দিন বিশ্রাম পাওয়ায় সুবিধা হয়েছে বুমরাহর।’

প্রথম টেস্টে একমাত্র স্পিনার হিসেবে রবীন্দ্র জাদেজাকে একাদশে রেখেছিল ভারত। দ্বিতীয় টেস্টের দুই স্পিনার নিয়ে খেলার পরিকল্পনা ভারতের।  ডেসকাট বলেন, ‘দুই স্পিনার খেলানোর জোরালো সম্ভাবনা রয়েছে। তবে এখনও ঠিক হয়নি কারা খেলবে। অনুশীলনে দলের তিন স্পিনারই ভাল করছে। জাদেজা-ওয়াশিংটন সুন্দর খুব ভাল ব্যাট করছে। বল হাতে দারুণ ডেলিভারি করছে কুলদীপ যাদব। উইকেট ও ব্যাটিং গভীরতা অনুযায়ী একাদশ চূড়ান্ত করা হবে।’

এখন পর্যন্ত টেস্টে ১৩৭বার মুখোমুখি হয়েছে ভারত-ইংল্যান্ড। এরমধ্যে ইংলিশদের জয় ৫২ ম্যাচে এবং ভারত জিতেছে ৩৫ টেস্ট। ৫০ টেস্ট ড্র হয়। 

ইংল্যান্ড একাদশ : বেন স্টোকস (অধিনায়ক), শোয়েব বশির, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জশ টং, ক্রিস ওকস। 

ভারত দল : শুভমন গিল (অধিনায়ক), ঋষভ পন্থ (উইকেটরক্ষক), লোকেশ রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ঈশ্বরণ, করুণ নায়ার, নীতিশ কুমার রেড্ডি, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শারদুল ঠাকুর, জসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিধ কৃষ্ণা, আকাশ দীপ, অর্শদীপ সিং, কুলদীপ যাদব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মসিকের সড়ক বাতি  প্রকল্পের অর্থ-আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহী মহানগর জামায়াতের দোয়া মাহফিল
করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঢাবির কার্জন হলে ডে-কেয়ার, নামাজরুম সংস্কারসহ ৯ দফা দাবি ছাত্রীসংস্থার
চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব পরিধানকারী ছাত্রীদের পরিচয় শনাক্তে বিশেষ ব্যবস্থা
চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্র
রাজধানীর মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুতে মামলা, কেয়ারটেকার গ্রেফতার
জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি : তারেক রহমান
ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বৈঠক
১০