ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে ৫০তম ম্যাচ খেলার দ্বারপ্রান্তে বাংলাদেশ ব্যাটার ও সাবেক অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে মাঠে নামলেই ৫০ ম্যাচ খেলার মাইলফলক স্পর্শ করবেন শান্ত।
শান্তর আগে বাংলাদেশের হয়ে ৩১জন ক্রিকেটার ৫০ বা তার বেশি ওয়ানডে খেলেছেন। দেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি ২৭৪ ম্যাচ খেলেছেন মুশফিকুর রহিম। গত আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির পর ওয়ানডে থেকে অবসর নেন মুশফিক।
২০১৮ সালের সেপ্টেম্বরে আবু ধাবিতে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচে ওয়ানডে অভিষেক হয় শান্তর। এরপর ধীরে-ধীরে জাতীয় দলের ব্যাটিং লাইন আপে গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠেন তিনি।
৪৮ ইনিংসে ব্যাট করে ৩ সেঞ্চুরি ও ১০ হাফ-সেঞ্চুরিতে ৩৪ দশমিক ৭৭ গড়ে ১,৫৬৫ রান করেছেন শান্ত। ওয়ানডে ক্যারিয়ারে আয়ারল্যান্ড-আফগানিস্তান ও শ্রীলংকার বিপক্ষে সেঞ্চুরি করেছেন শান্ত।
২০২৪ সালের মার্চে চট্টগ্রামে শ্রীলংকার বিপক্ষে অপরাজিত ১২২ রানের ইনিংস খেলেন তিনি। তার ক্যারিয়ার সেরা ইনিংসে ভর করে ম্যাচটি ৬ উইকেটে জিতেছিল বাংলাদেশ।
এছাড়াও দলকে ১৩ ওয়ানডেতে নেতৃত্ব দিয়েছেন শান্ত। তার অধীনে ৪ জয় ও ৯ ম্যাচে হারে বাংলাদেশ।