১৬ রান দূরে হৃদয়

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৯:৪১

ঢাকা, ১ জুলাই, ২০২৫ (বাসস) : ওয়ানডে ক্রিকেটে ১ হাজার রানের মাইলফলক স্পর্শ করতে ১৬ রান দরকার বাংলাদেশ ব্যাটার তাওহিদ হৃদয়ের। ৩৫ ম্যাচে ৯৮৪ রান আছে হৃদয়ের।   

আগামীকাল কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে শুরু হতে যাওয়া তিন ম্যাচ ওয়ানডে সিরিজে ১৬ রান করলেই ৫০ ওভারের ক্রিকেটে ১ হাজার রান পূর্ণ করবেন হৃদয়। 

হৃদয়ের আগে ওয়ানডেতে বাংলাদেশের হয়ে ২৪জন ক্রিকেটার ১ হাজার বা তার বেশি রান করেছেন। সর্বোচ্চ রানের তালিকায় শীর্ষে আছেন বাঁ-হাতি ওপেনার তামিম ইকবাল। ২৪৩ ম্যাচে ১৪ সেঞ্চুরি ও ৫৬ হাফ-সেঞ্চুরিতে ৮,৩৫৭ রান করেছেন তিনি। 

২০২৩ সালের মার্চে সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে অভিষেক হয় হৃদয়ের। ব্যাট হাতে নিজের সামর্থ্য ও দক্ষতা দিয়ে দলে নিজের জায়গা পাকা করেন তিনি। মিডল অর্ডারে এখন দলের অন্যতম ভরসা এই ডান-হাতি ব্যাটার। 

এখন পর্যন্ত ৩৫ ম্যাচের ৩১ ইনিংস ব্যাট করে ১টি সেঞ্চুরি ও ৭টি হাফ-সেঞ্চুরিতে ৯৮৪ রান করেছেন হৃদয়। তার ব্যাটিং গড়- ৩৫ দশমিক ১৪। 

গত ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পান হৃদয়। ৬টি চার ও ২টি ছক্কায় ১১৮ বলে ১০০ রানের ইনিংস খেলেন তিনি। হৃদয়ের প্রথম সেঞ্চুরির ম্যাচে ৬ উইকেটে হারে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মসিকের সড়ক বাতি  প্রকল্পের অর্থ-আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহী মহানগর জামায়াতের দোয়া মাহফিল
করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঢাবির কার্জন হলে ডে-কেয়ার, নামাজরুম সংস্কারসহ ৯ দফা দাবি ছাত্রীসংস্থার
চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব পরিধানকারী ছাত্রীদের পরিচয় শনাক্তে বিশেষ ব্যবস্থা
চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্র
রাজধানীর মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুতে মামলা, কেয়ারটেকার গ্রেফতার
জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি : তারেক রহমান
ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বৈঠক
১০