জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড জয়ে সিরিজ শুরু দক্ষিণ আফ্রিকার

বাসস
প্রকাশ: ০১ জুলাই ২০২৫, ১৯:৫৩

ঢাকা, ১ জুলাই ২০২৫ (বাসস) : ব্যাটার-বোলারদের দুর্দান্ত পারফরমেন্সে জিম্বাবুয়ের বিপক্ষে রেকর্ড জয় দিয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। সিরিজের প্রথম টেস্টের চতুর্থ দিনই জিম্বাবুয়েকে ৩২৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে প্রোটিয়ারা।  রান বিবেচনায় টেস্ট ফরম্যাটে জিম্বাবুয়ের বিপক্ষে এটি সবচেয়ে বড় জয় দক্ষিণ আফ্রিকার। 

বুলাওয়েতে টেস্টের তৃতীয় দিন জিম্বাবুয়েকে জয়ের জন্য ৫৩৭ রানের বড় টার্গেট দেয় দক্ষিণ আফ্রিকা। জবাবে দিন শেষে ১ উইকেটে ৩২ রান করেছিল জিম্বাবুয়ে। 

চতুর্থ দিন জিম্বাবুয়ে ব্যাটারদের লড়াই করার সুযোগ দেননি দুই পেসার কর্বিন বশ ও অভিষিক্ত কডি ইউসুফ। ৪৩ রানে ৫ উইকেট নিয়ে জিম্বাবুয়েকে ২০৮ রানে গুটিয়ে দিতে বড় অবদান রাখেন বশ। ২২ রানে ৩ উইকেট নেন ইউসুফ। 

জিম্বাবুয়ের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৫৭ রান করেন ওয়েলিংটন মাসাকাদজা। এছাড়া অধিনায়ক ক্রেইগ আরভিন ৪৯ ও ব্লেসিং মুজারাবানি অপরাজিত ৩২ রান করেন। 

প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট হাতে নেমে সেঞ্চুরি তুলে ১০০ রানে অপরাজিত থাকেন ক্যারিয়ারের দ্বিতীয় টেস্ট খেলতে নামা বশ। দ্বিতীয় ইনিংসে বল হাতে ৫ উইকেট নিয়ে রেকর্ড বইয়ে নাম তুলেছেন তিনি। 

দক্ষিণ আফ্রিকার চতুর্থ ক্রিকেটার হিসেবে একই ম্যাচে সেঞ্চুরি ও ইনিংসে পাঁচ উইকেট শিকারের রেকর্ড গড়লেন বশ। সর্বশেষ দক্ষিণ আফ্রিকার হয়ে এই কীর্তি গড়েছিলেন জক ক্যালিস। ২০০২ সালে পচেফস্ট্রুমে বাংলাদেশের বিপক্ষে প্রথম ইনিংসে অপরাজিত ১৩৯ রান ও দ্বিতীয় ইনিংসে ২১ রানে ৫ উইকেট নিয়েছিলেন ক্যালিস। 

অভিষেক টেস্টের প্রথম ইনিংসে ১৫৩ ও ৪ রান করে ম্যাচ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার ১৯ বছর বয়সী লুয়ান-ড্রে প্রিটোরিয়াস।

প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার ৯ উইকেটে ৪১৮ রানের জবাবে ২৫১ রান করে জিম্বাবুয়ে। প্রথম ইনিংস থেকে ১৬৭ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে ৩৬৯ রান করে  দক্ষিণ আফ্রিকা। 

৬ জুলাই থেকে একই ভেন্যুতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মসিকের সড়ক বাতি  প্রকল্পের অর্থ-আত্মসাতের অভিযোগে দুদকের অভিযান
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে চাঁদপুর শহর জামায়াতের আলোচনা ও দোয়া মাহফিল
জুলাই বিপ্লবে শহীদ ও আহতদের স্মরণে রাজশাহী মহানগর জামায়াতের দোয়া মাহফিল
করোনা সংক্রমণ প্রতিরোধে সিলেট সিটি কর্পোরেশনে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
ঢাবির কার্জন হলে ডে-কেয়ার, নামাজরুম সংস্কারসহ ৯ দফা দাবি ছাত্রীসংস্থার
চট্টগ্রাম নার্সিং কলেজে হিজাব পরিধানকারী ছাত্রীদের পরিচয় শনাক্তে বিশেষ ব্যবস্থা
চিন্ময়সহ ৩৮ জনের বিরুদ্ধে চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যার অভিযোগপত্র
রাজধানীর মগবাজারে হোটেলে তিনজনের মৃত্যুতে মামলা, কেয়ারটেকার গ্রেফতার
জাতীয় স্বার্থে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐকমত্য জরুরি : তারেক রহমান
ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তাদের সঙ্গে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলোর বৈঠক
১০