ঢাকা, ১ জুলাই ২০২৫ (বাসস) : এএফসি নারী এশিয়ান কাপ ২০২৬ বাছাইপর্বে টানা দ্বিতীয় জয়ের লক্ষ্য নিয়ে ‘সি’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কাল স্বাগতিক মিয়ানমারের মুখোমুখি হবে বাংলাদেশ দল।
মিয়ানমারের ইয়াঙ্গুনের থুউন্না স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বিকাল ৩টা ৩০ মিনিটে।
গত রোববার গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে হারায় বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচেও জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে চায় টাইগ্রেসরা।
অন্যদিকে, গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে তুর্কমেনিস্তানকে ৮-০ গোলে হারিয়ে শুভ সূচনা করে মিয়ানমার।
মিয়ানমারের বিপক্ষে ম্যাচকে সামনে রেখে আজ ইয়াঙ্গুনের ৫ নম্বর অনুশীলন মাঠে ঘাম ঝড়িয়েছে বাংলাদেশ দল।
৫ জুলাই তুর্কমেনিস্তানের বিপক্ষে গ্রুপে পর্বে নিজেদের শেষ ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ।
বাংলাদেশ নারী ফুটবল দল : রূপনা চাকমা, শিউলি আজিম, শামসুন্নাহার (সিনিয়র) মনিকা চাকমা, মারিয়া মান্দা, রিতুপর্ণা চাকমা, তহুরা খাতুন, শামসুন্নাহার (জুনিয়র), সাগরিকা, আফিদা খন্দকার (অধিনায়ক), শাহেদা আক্তার রিপা, মুনকি আক্তার, স্বপ্না রানী, কোহাতি কিসকু, সৌরভি আকন্দা প্রীতি, সুলতানা, স্বর্ণা রানী মন্ডল, জয়নব বিবি রিতা, হালিমা আক্তার, নবীরন খাতুন, মিলে আক্তার, উম্মেলা মারমা ও নিলুফা ইয়াসমিন নিলা।