শ্রীলংকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৫:৩৪

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে  তিন  ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান। স্পিন বিভাগ সামলাবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তানভীর ইসলাম।

এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে ব্যাটার পারভেজ হোসেন ও স্পিনার তানভীরের।

শ্রীলংকাও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। অভিষেক হচ্ছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।

এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ৫৭ ম্যাচ খেলে মাত্র ১২টি জিতেছে বাংলাদেশ। পাশাপাশি ৪৩টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দু’দলের সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ তিনটিতে জয় এবং দু’টিতে হারে।

বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান,  পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও  মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে,  হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
১০