শ্রীলংকার বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৫:৩৪

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : শ্রীলংকার বিপক্ষে  তিন  ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে টস হেরে প্রথমে ফিল্ডিং করছে বাংলাদেশ।

তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে বাংলাদেশ। পেস আক্রমণে থাকছেন তাসকিন আহমেদ, তানজিম হাসান ও মুস্তাফিজুর রহমান। স্পিন বিভাগ সামলাবেন অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও তানভীর ইসলাম।

এ ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হচ্ছে ব্যাটার পারভেজ হোসেন ও স্পিনার তানভীরের।

শ্রীলংকাও তিন পেসার ও দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে। অভিষেক হচ্ছে পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকের।

এখন পর্যন্ত শ্রীলংকার বিপক্ষে ৫৭ ম্যাচ খেলে মাত্র ১২টি জিতেছে বাংলাদেশ। পাশাপাশি ৪৩টিতে হার ও দু’টি ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হয়। দু’দলের সর্বশেষ পাঁচ দেখায় বাংলাদেশ তিনটিতে জয় এবং দু’টিতে হারে।

বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান,  পারভেজ হোসেন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটরক্ষক), তাওহিদ হৃদয়, জাকের আলী, তানজিম হাসান, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও  মুস্তাফিজুর রহমান।

শ্রীলংকা একাদশ : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে,  হাসারাঙ্গা ডি সিলভা, মহেশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০