অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে সমতা ফেরানোর চ্যালেঞ্জ ওয়েস্ট ইন্ডিজের

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৫:৫২

ঢাকা, ২ জুলাই ২০২৫ (বাসস) : হার দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজ শুরু করে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় টেস্টে ঘুরে দাঁড়িয়ে সিরিজে সমতা ফেরাতে মরিয়া ক্যারিবীয়রা। সেই লক্ষ্য নিয়ে আগামীকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। অন্যদিকে,জয়ের ধারাবাহিকতা অব্যাহত রেখে দ্বিতীয় টেস্টেই সিরিজ জয় নিশ্চিত করতে চায় অস্ট্রেলিয়া।

গ্রেনাডায় বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।

ব্রিজটাউনে সিরিজের প্রথম টেস্টের প্রথম দু’দিন অস্ট্রেলিয়ার সাথে পাল্লা দিয়ে লড়াই করেছে ওয়েস্ট ইন্ডিজ। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়াকে ১৮০ রানে গুটিয়ে দিয়ে টেস্টে দারুণ শুরু করে ক্যারিবীয়রা। জবাবে ব্যাট হাতে সুবিধা করতে না পারলেও প্রথম ইনিংসে লিড পায় স্বাগতিকরা। ১৯০ রান তুলে মাত্র ১০ রানের লিড পায় ওয়েস্ট ইন্ডিজ।
পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে দ্বিতীয় দিন শেষে ৯২ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে অস্ট্রেলিয়া। তৃতীয় দিন ট্রাভিস হেড-বাউ ওয়েবস্টার ও অ্যালেক্স ক্যারির হাফ-সেঞ্চুরিতে ওয়েস্ট ইন্ডিজকে ৩০১ রানের টার্গেট ছুঁড়ে দেয় অসিরা।

জবাবে ব্যাট রহাতে নেমে অস্ট্রেলিয়ার পেসার জশ হ্যাজেলউডের বোলিং তোপে ১৪১ রানে গুটিয়ে গেলে ম্যাচের তৃতীয় দিনই হার মানতে হয় ওয়েস্ট ইন্ডিজকে। হ্যাজেলউড ৪৩ রানে ৫ উইকেট নেন।

প্রথম টেস্টে হারের ব্যর্থতা ভুলে দ্বিতীয় ম্যাচেই জয় পেতে মরিয়া ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রোস্টন চেজ। এজন্য ব্যাটারদের জ্বলে উঠতে হবে বলে মনে করেন তিনি, ‘প্রথম টেস্টে ব্যাটিং ব্যর্থতায় আমরা হেরেছি। সিরিজে সমতা ফেরাতে হলে ব্যাটারদের জ্বলে উঠতে হবে। আশা করব, দ্বিতীয় ম্যাচেই ব্যাটাররা বড় ইনিংস খেলবে।’

এদিকে, প্রথম টেস্ট জিতলেও খেলোয়াড়রা শতভাগ পারফরমেন্স করতে পারেনি বলে মনে করেন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স, ‘প্রথম টেস্টে আমরা ভাল পারফরমেন্স করতে পারিনি। তারপরও টেস্ট জিতেছি। কিন্তু আমাদের আরও উন্নতি করতে হবে। দ্বিতীয় টেস্টে সেরা পারফরমেন্স করার চেষ্টা থাকবে সবার।’

ইনজুরি থেকে সুস্থ হওয়ায় দ্বিতীয় টেস্টে খেলবেন অস্ট্রেলিয়ার ব্যাটার স্টিভেন স্মিথ। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে হাতের আঙুলে চোট পাওয়ায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে খেলেননি স্মিথ।

ওয়েস্ট ইন্ডিজ দল : রোস্টন চেজ (অধিনায়ক), জোমেল ওয়ারিকান, কেভলন এন্ডারসন, ক্রেইগ ব্র্যাথওয়েইট, জন ক্যাম্পবেল, কেসি কার্টি, জাস্টিন গ্রেভস, শাই হোপ, টেভিন ইমলাচ, আলজারি জোসেফ, শামার জোসেফ, ব্রান্ডন কিং, জোহান লেইন, মিকাইল লুইস, এন্ডারসন ফিলিপ, জেইডেন সিলেস।

অস্ট্রেলিয়া দল : প্যাট কামিন্স (অধিনায়ক), সিন অ্যাবট, স্কট বোল্যান্ড, অ্যালেক্স ক্যারি, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, উসমান খাজা, স্টিভেন স্মিথ, স্যাম কনস্টাস, ম্যাট কুুনেম্যান, ন্যাথান লিঁও, মিচেল স্টার্ক ও বাউ ওয়েবস্টার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এনজিও কর্মকর্তা নিহত
দলমত নির্বিশেষে আমরা ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ : নাহিদ ইসলাম
জুলাই গণ-অভ্যুত্থান স্মরণে তরুণদের অংশগ্রহণে আইডিয়া প্রতিযোগিতা
অপারেশন ঈগল হান্ট মামলায় সাবেক এসপি আসাদ দুই দিনের রিমান্ডে
সাবেক গণশিক্ষা প্রতিমন্ত্রীর এপিএস রাশেদ গ্রেফতার
ট্রাম্পের বিতর্কিত ট্যাক্স বিল পাসে চূড়ান্ত ভোটাভুটি হতে যাচ্ছে
আইজিপির সাথে ইউনেস্কো প্রতিনিধির সাক্ষাৎ
ঢাকায় জাতিসংঘ মানবাধিকার অফিস স্থাপনের আলোচনা চলছে : তৌহিদ
জোতার মৃত্যুতে রোনালদো-নাদালের শোক
ঢাবিতে আন্তঃহল সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা শুরু
১০