অক্টোবরে হতে পারে বিপিএল প্লেয়ার্স ড্রাফট

বাসস
প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ২২:৫৪

ঢাকা, ২ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) টি-টোয়েন্টি ক্রিকেটের পরবর্তী আসরের প্লেয়ার্স ড্রাফট অক্টোবরে অনুষ্ঠিত হতে পারে।

বিপিএলের ১২তম আসর ডিসেম্বর-জানুয়ারিতে অনুষ্ঠিত হবে বলে সম্প্রতি পরিচালনা পর্ষদের এক সভা শেষে ঘোষণা দিয়েছে  বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আজ বিপিএল গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান মাহবুব আনাম বলেন, ‘প্রথমত, আমরা বিপিএলের পরবর্তী আসরের জন্য একটি সময়সীমা নির্ধারণ করেছি। আমার মনে হয়, অক্টোবরের আগে প্লেয়ার্স  ড্রাফট হবে না।’

তিনি আরও বলেন, ‘আমরা ফ্র্যাঞ্চাইজি যুক্ত করার প্রক্রিয়ায় যাব এবং স্পোর্টস ম্যানেজমেন্ট কোম্পানিকে সম্পৃক্ত করব। এটি শেষ হতে কয়েক মাস সময় লাগবে।’

ফ্র্যাঞ্চাইজির মালিকানা পাঁচ বছরের জন্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শর্ত পূরণ করলে বিদেশি কোম্পানিও আবেদন করতে পারবে।

বিসিবি পরিচালক ইফতেখার মিঠু আগেই বলেছিলেন, ‘এটি সবার জন্য উন্মুক্ত। আমরা আমাদের অভিজ্ঞতা এবং যারা (এজেন্সিগুলো) আগে সফলভাবে এটি করেছে তাদের পরামর্শের ভিত্তিতে একটি মানদণ্ড নির্ধারণ করব।’

তিনি আরও বলেন, ‘তারপর বোর্ড সিদ্ধান্ত নেবে। যদি সেই মানদণ্ড পূরণ করা হয় এবং সবকিছু আমাদের সরকারের নীতিমালার সাথে সংগতিপূর্ণ হয়, তাহলে তারা (বিদেশি কোম্পানি) দলের মালিকানা নিতে পারবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
৪ জুলাই : সারাদেশে ছাত্র ধর্মঘটের ডাক, উত্তাল সব বিশ্ববিদ্যালয়
ঝিনাইদহে বেদে ও হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে প্রশিক্ষণ 
বাংলাদেশের পাট ও পাটপণ্য আমদানিতে আগ্রহী ইন্দোনেশিয়া: রাষ্ট্রদূত
ফ্যাসিবাদ বিরোধী নেতাদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির: সুলতান সালাউদ্দিন টুকু
ইতালির নাগরিক তাবেলা সিজার হত্যা: ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড
ক্যালিফোর্নিয়ায় আতশবাজির গুদামে বিস্ফোরণ, নিখোঁজ ৭
কিশোরগঞ্জে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ
পোল্যান্ডের অর্থনীতিকে চাঙ্গা করছে ইউক্রেনীয় শরণার্থীরা
নড়াইলে ২৫,১৪৬ টন আউশ উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে ডিএই
দেশে খাদ্য মজুদ বেড়েছে: প্রেস উইং
১০