হংকংকে হারিয়ে এশিয়া কাপ হকিতে শুভ সূচনা বাংলাদেশের

বাসস
প্রকাশ: ০৩ জুলাই ২০২৫, ১৮:২০
ছবি : সংগৃহীত

ঢাকা, ৩ জুলাই ২০২৫ (বাসস) : পুরুষ অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ হকিতে শুভ সূচনা করেছে বাংলাদেশ দল।

আজ চীনের দাজু হকি ট্রেনিং সেন্টারে অনুষ্ঠিত এ’ গ্রুপে   নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশ ৩-০ গোলে হারিয়েছে হংকংকে। বাংলাদেশের পক্ষে জোড়া গোল করেছেন দ্বীন ইসলাম।

ম্যাচের ২০ মিনিটে দ্বীন ইসলামের ফিল্ড গোলে লিড নেয় বাংলাদেশ।

২৬ মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিজের দ্বিতীয় গোল করে দলকে দ্বিগুণ ব্যবধানে এগিয়ে দেন দীন ইসলাম।

২-০ গোলে এগিয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় বাংলাদেশ। তারপরও গোলের জন্য মরিয়া ছিল তারা। ৪৩ মিনিটে পেনাল্টি কর্নার থেকে বাংলাদেশের হয়ে তৃতীয় গোল করেন অমিত হাসান। শেষ পর্যন্ত ৩-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ।

পুরুষ অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপে ১১ দলের এ টুর্নামেন্টে এ’ গ্রুপে বাংলাদেশের অন্য তিন প্রতিপক্ষ- পাকিস্তান, চীন ও শ্রীলংকা।

আগামী শনিবার গ্রুপ পর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার মুখোমুখি হবে বাংলাদেশ।

অন্যদিকে, আট দলের নারী এশিয়া কাপে এ’ গ্রুপে আছে বাংলাদেশ দল। সেখানে তাদের প্রতিপক্ষ জাপান, উজবেকিস্তান এবং হংকং ।

আগামীকাল শুক্রবার জাপানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ নারী দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০