স্মিথ-ব্রুকের সেঞ্চুরি সত্ত্বেও সিরাজের বোলিংয়ে এগিয়ে ভারত

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৫:২৭

ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : জেমি স্মিথ ও হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরি সত্ত্বেও পেসার মোহাম্মদ সিরাজের বোলিং নৈপুন্যে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টেস্টের তৃতীয় দিন শেষে এগিয়ে আছে সফরকারী ভারত।

প্রথম ইনিংসে ভারতের করা ৫৮৭ রানের জবাবে ৪০৭ রানে অলআউট হয় ইংল্যান্ড। এতে প্রথম ইনিংস থেকে ১৮০ রানের লিড পায় ভারত। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ১ উইকেটে ৬৪ রান করেছে টিম ইন্ডিয়া। দিন শেষে ৯ উইকেট হাতে নিয়ে ২৪৪ রানে এগিয়ে শুভমান গিলের দল।

বার্মিংহামে দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ৭৭ রান করেছিল ইংল্যান্ড। ৭ উইকেট হাতে নিয়ে ৫১০ রানে পিছিয়ে ছিল ইংলিশরা।

তৃতীয় দিন দ্বিতীয় ওভারেই ভারতকে জোড়া উইকেট এনে দেন সিরাজ। জো রুটকে ২২ রানে ও অধিনায়ক বেন স্টোকসকে খালি হাতে বিদায় দেন এই ডান-হাতি পেসার। ৮৪ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড।

দলকে চাপমুক্ত করতে ষষ্ঠ উইকেটে জুটি বেঁধে ভারতীয় বোলারদের উপর চড়াও হন হ্যারি ব্রুক ও জেমি স্মিথ।

জুটিতে ৮৯ বলে ১শ, ১৯২ বলে ২শ, ৩৬৪ বলে ৩শ স্পর্শ করেন ব্রুক ও স্মিথ। দু’জনই সেঞ্চুরি কেরেছন। স্মিথ দ্বিতীয় ও ব্রুক নবম সেঞ্চুরি তুলে নেন। ১৭টি চার ও ১টি ছক্কায় ব্রুক ১৫৮ রানে থামলেও, ২১ চার ও ৪ ছক্কায় ২০৭ বলে ১৮৪ রানে অপরাজিত থাকেন স্মিথ। এ ইনিংসের মাধ্যমে টেস্টে ইংল্যান্ডের উইকেটরক্ষক হিসেবে সর্বোচ্চ ব্যক্তিগত রানের রেকর্ড গড়েন স্মিথ। ইংল্যান্ড ইনিংসে ছয় ব্যাটার শূন্যতে ফিরেন। টেস্ট ম্যাচের ইনিংসে ইংল্যান্ডের হয়ে এবারই সবচেয়ে বেশি ব্যাটার শূন্য রানে আউট হলেন। 

ইনিংসে ভারতের সফল বোলার ছিলেন সিরাজ। ৭০ রানে ৬ উইকেট নেন তিনি। টেস্ট ক্যারিয়ারে চতুর্থবার ইনিংসে পাঁচ বা ততোধিক উইকেট নিলেন সিরাজ। এছাড়াও ৮৮ রানে ৪ উইকেট নেন পেসার আকাশ দিপ।

দিনের শেষভাগে ব্যাট করতে নেমে যস্বসী জয়সওয়ালকে হারায় ভারত। জয়সওয়াল ২৮ রানে আউট হন। লোকেশ রাহুল ২৮ ও করুন নায়ার ৭ রানে অপরাজিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজবাড়ীতে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু: ৩ লাখ ১১ হাজার ৭২১জন শিশু টিকার আওতায়
শরীয়তপুরে আইন শৃঙ্খলা কমিটির সভা
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি : শিগগিরই কনসালটেশন প্রক্রিয়া শুরু
রাজশাহীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৬
জিম্মি মুক্তির পর গাজার সুড়ঙ্গ ধ্বংসের প্রতিশ্রুতি ইসরাইলের
পিআর পদ্ধতির আন্দোলনের লক্ষ্যই হচ্ছে নির্বাচনকে বিলম্বিত করা : মির্জা ফখরুল
সাতক্ষীরায় টাইফয়েডের টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন
চট্টগ্রামে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন
সুন্দরবনে বিদেশি পর্যটক বাড়াতে মাস্টারপ্ল্যান প্রণয়ন
গুজব, অপতথ্য ও ডিপফেক রুখে দিতে তথ্য কর্মকর্তাদের কাজ করতে হবে : তথ্য সচিব
১০