ওয়েস্ট ইন্ডিজকে ২৫৩ রানে গুটিয়ে দিয়েও অস্বস্তিতে অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৫:৩১

ঢাকা, ৫ জুলাই, ২০২৫ (বাসস) : প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২৮৬ রানের জবাবে ২৫৩ রানে অলআউট হয়েছে স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজ। এতে ৩৩ রানের লিড পায় অসিরা। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ১২ রান তুলতেই ২ উইকেট হারিয়েছে অসিরা। দ্বিতীয় দিন শেষে ৮ উইকেট হাতে নিয়ে ৪৫ রানে এগিয়ে সফরকারীরা। 

গ্রেনাডায় প্রথম দিনই ২৮৬ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। অসি ইনিংস শেষে আলো স্বল্পতায় প্রথম দিনের খেলার ইতি ঘটে।

দ্বিতীয় দিনের ১১তম বলেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। শততম টেস্ট খেলতে নামা ক্রেইগ ব্র্যাথওয়েট শূন্য রানে আউট হন।

এরপর পরের তিন উইকেট জুটিতে হাফ-সেঞ্চুরি ছাড়াই ১০৪ রান তুলে ওয়েস্ট ইন্ডিজ। তবে পঞ্চম উইকেটে হাফ-সেঞ্চুরির জুটি গড়েন ব্রান্ডন কিং ও শাই হোপ। ২১ রান করা হোপকে বোল্ড করে জুটি ভাঙ্গেন অস্ট্রেলিয়া অধিনায়ক প্যাট কামিন্স।

কিছুক্ষণ পর সাজঘরে ফিরেন কিংও। স্পিনার নাথান লিঁওর শিকার হওয়ার আগে ১০৮ বলে ৮ চার ও ৩ ছক্কায় ৭৫ রান করেন কিং।

দলীয় ১৬৯ রানেই কিং-হোপের বিদায়ের পর লোয়ার অর্ডারে আলজারি জোেেফর ২৭ ও শামার জোসেফের ২৯ রানে সাথে এন্ডারসন ফিলিপের ১০ রানের উপর ভর করে আড়াইশ পার করে ওয়েস্ট ইন্ডিজের স্কোর। ২৫৩ রানে গুটিয়ে যায় তারা। অস্ট্রেলিয়ার জশ হ্যাজেলউড ও কামিন্স ২টি করে উইকেট নেন।

৩৩ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করে চতুর্থ বলে উইকেট হারায় অস্ট্রেলিয়া। খালি হাতে ফিরেন সাম কন্টাস। ২ রানের বেশি করতে পারেননি আরেক ওপেনার উসমান খাজা। দুই উইকেটই নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস।

দিন শেষে ক্যামেরুন গ্রিন ৬ ও নাইটওয়াচম্যান লিঁও ২ রানে অপরাাজিত আছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মহাখালী পেট্রোল পাম্পে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট
আরএমপির তিন থানায় নতুন ওসি 
নওগাঁয় পানিতে ডুবে কিশোরের মৃত্যু
অব্যাহত সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করলেন ফিলিস্তিনি রাষ্ট্রদূত 
লজিস্টিকস খাতে দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান বৃদ্ধিতে এনএসডিএ’র স্টেকহোল্ডার কনসালটেশন
চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
পরিবেশ অধিদপ্তরের একাধিক অভিযানে জরিমানা ও সতর্কবার্তা
হাওড় অঞ্চলের প্রকল্পগুলো যথাসময়ে সম্পন্ন করার তাগিদ প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টার
নির্বাচন কমিশন যথাযথভাবে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে : নজরুল ইসলাম খান
মুন্সীগঞ্জে যৌথ অভিযানে অবৈধ কসমেটিক পণ্য জব্দ
১০