পারভেজ-হৃদয়ের হাফ-সেঞ্চুরিতে বাংলাদেশের সংগ্রহ ২৪৮ রান

বাসস
প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১৯:২৬

ঢাকা, ৫ জুলাই ২০২৫ (বাসস) : দুই ব্যাটার পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়ের জোড়া হাফ-সেঞ্চুরিতে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে প্রথমে ব্যাট করে ৪৫ দশমিক ৫ ওভারে সব উইকেট হারিয়ে ২৪৮ রান করেছে সফরকারী বাংলাদেশ। পারভেজ ৬৭ ও হৃদয় ৫১ রান করেন।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। ৭ রান করে আউট হন ওপেনার তানজিদ হাসান। আগের ম্যাচে ৬২ রান করেছিলেন তিনি।

এরপর ৫৫ বলে ৬৩ রানের জুটি গড়েন আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্ত। জুটিতে ১৪ রান অবদান রেখে সাজঘরে ফেরেন শান্ত।

দলের রানের চাকা সচল রেখে ৪৬ বলে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম হাফ-সেঞ্চুরি তুলে নেন ইমন। হাফ-সেঞ্চুরির পর ইনিংস বড় করার চেষ্টা করলেও ৬৭ রানে স্পিনার হাসারাঙ্গা ডি সিলভার বলে বোল্ড আউট হন তিনি। ৬৯ বলের ইনিংসে ৬টি চার ও ৩টি ছক্কা মারেন ইমন। 

দলীয় ১১০ রানে ইমন আউট হবার পর মিডল অর্ডারে সুবিধা করতে পারেননি অধিনায়ক মেহেদি হাসান মিরাজ ও শামীম হোসেন। মিরাজ ৯ ও শামীম ২২ রানে আউট হন।

ষষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটিতে বাংলাদেশের রান ২শ পার করেন তাওহিদ হৃদয় ও জাকের আলি। ২৪ রান করা জাকেরকে আউট করে জুটি ভাঙ্গেন পেসার আসিথা ফার্নান্দো।

জাকের ফেরার পর ওয়ানডেতে অষ্টম হাফ-সেঞ্চুরির দেখা পান হৃদয়। তবে ১ বল পরই রান আউটের ফাঁদে পড়েন তিনি। ২ চারে ৬৯ বলে ৫১ রান করেন হৃদয়।

দলীয় ২১২ রানে সপ্তম ব্যাটার হিসেবে হৃদয় ফেরার পর বাংলাদেশকে লড়াকু পুঁজি এনে দিয়েছেন তানজিম হাসান। তারপরও ২৫ বল বাকী থাকতে ২৪৮ রানে অলআউট হয় টাইগাররা। ২টি করে চার-ছক্কায় ২১ বলে ৩৩ রান তুলে অপরাজিত থাকেন তানজিম।

শ্রীলংকার আসিথা ৪টি ও হাসারাঙ্গা ৩ উইকেট নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
স্বাস্থ্যখাতে ফ্যাসিস্ট আমলে সুবিধাভোগীরা গুরুত্বপূর্ণ পদে বহাল রয়েছেন : ডা. রফিক
‘আমার চোখে জুলাই বিপ্লব’ প্রতিপাদ্যে স্থানীয় সরকার বিভাগের আইডিয়া প্রতিযোগিতা 
গাজীপুরে নদীতে ডুবে শিশুর মৃত্যু
বগুড়ায় নিহত যুবদল কর্মী ইমরানের পরিবারের পাশে তারেক রহমান
তানভীরের ঘূর্ণিতে সিরিজে সমতা ফেরাল বাংলাদেশ
পুলিশকে জনবান্ধব ও মানবিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে সংস্কারের বিকল্প নেই : গোলটেবিল বৈঠকে বক্তরা
চট্টগ্রামে রানওয়েতে উড়োজাহাজ আটকে যাওয়ায় ৪ ফ্লাইটে বিলম্ব
পাহাড়ের অর্গানিক ফল আমাদের ঐতিহ্যের অংশ : পার্বত্য উপদেষ্টা
গবেষণা ও উচ্চশিক্ষায় যুগান্তকারী পরিবর্তন আনবে রুয়েটের হিট প্রকল্প
আইন মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত
১০