ঢাকা, ৫ জুলাই ২০২৫ (বাসস) : ক্লাব বিশ্বকাপ ফুটবলের সেমিফাইনালে উঠেছে ইংলিশ ক্লাব চেলসি ও ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স।
আজ সকালে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল ম্যাচে চেলসি ২-১ গোলে হারিয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসকে। শেষ মুহূর্তে আত্মঘাতী গোল হজম করে হার বরণ করে নেয় পালমেইরাস।
গতরাতে অনুষ্ঠিত আরেক কোয়ার্টার ফাইনালে ফ্লুমিনেন্স ২-১ গোলে হারিয়েছে সৌদি আরবের ক্লাব আল হিলালকে। আগামী ৯ জুলাই সেমিফাইনালে মুখোমুখি হবে চেলসি ও ফ্লুমিনেন্স।
কোয়ার্টার ফাইনালের এই দুই ম্যাচ শুরুর আগে লিভারপুলের পর্তুগিজ স্ট্রাইকার দিয়োগো জোতা এবং তার ছোট ভাই আন্দ্রে সিলভার স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। গত বৃহস্পতিবার স্পেনে সড়ক দুর্ঘটনায় মারা যান তারা।
ফিলাডেলফিয়ার লিঙ্কন ফিল্ড স্টেডিয়ামে ১৬ মিনিটে লিড নেয় চেলসি। ট্রেভো চ্যালোবারের পাস থেকে বল পেয়ে বাঁ-পায়ের গড়ানো শটে বল জালে জড়ান পালমার। তার গোলেই ম্যাচের প্রথমার্ধ শেষ করে চেলসি।
দ্বিতীয়ার্ধের শুরুতে ম্যাচে সমতা ফেরায় পালমেইরাস। ৫৩ মিনিটে বক্সের ভেতর থেকে দারুণ শটে গোল করেন পালমেইরাসের এস্তোভা। ফলে ম্যাচে ১-১ সমতা বিরাজ করে।
সমতা নিয়ে নির্ধারিত সময় শেষ করার পথে ছিল চেলসি ও পালমেইরাস। কিন্তু ৮৩ মিনিটে আত্মঘাতি গোলে ম্যাচে ২-১ ব্যবধানে এগিয়ে যায় চেলসি। মালো গুস্তোর শট ঠেকাতে গিয়ে নিজেদের জালেই বল জড়ান পালমেইরাসের গোলরক্ষক উইভারটন। শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় চেলসি।
গত রাতে আল হিলালের বিপক্ষে ৪০ মিনিটে প্রথম গোলের দেখা পায় ফ্লুমিনেন্স। গ্যাব্রিয়েল ফুয়েন্তেসের পাস থেকে বাঁ-পায়ের শট গোল করেন মার্টিনেলি। ১-০ ব্যবধানে এগিয়ে যায় ফ্লুমিনেন্স।
ম্যাচের ৫১ মিনিটে আল হিলালকে ম্যাচে ফেরান মারকোস লিওনার্দো। ম্যাচে ১-১ সমতা ফেরায় গোলের জন্য মরিয়া হয়েছিল দু’দলই। অবশেষে ৭০ মিনিটে ফ্লমিনেন্সকে দ্বিতীয়বারের মত লিড এনে দেন বদলি নামা হারকিউলিস। ফলে ২-১ গোলে এগিয়ে যায় ফ্লুমিনেন্স।
এরপর ম্যাচের বাকী সময় আর কোন গোল না হলেও ২-১ ব্যবধানে ম্যাচ জিতে নেয় ফ্লুমিনেন্স।