ছয় বছর পর পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭:৩৫

ঢাকা, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : ছয় বছর পর ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। 

গতরাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। সর্বশেষ ২০১৩ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরেছিল ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। 

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ রানের সূচনা করে পাকিস্তান। নবম ওভারে ঐ ৩৭ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুবকে ২৩ রানে এবং বাবর আজমকে খালি হাতে ফেরান ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস।

এরপর পাকিস্তানকে চাপমুক্ত করার চেষ্টা করেন আব্দুল্লাহ শফিক, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও হুসেন তালাত। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তারা। শফিক ২৬, রিজওয়ান ১৬ ও তালাত ৩১ রান করেন। টেস্ট অধিনায়ক সালমান আঘাও ৯ রানে বিদায় নিলে ১১৪ রানে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান। 

সাত নম্বরে হাসান নাওয়াজের দৃঢ়তায় রানের চাকা ঘুরতে থাকে পাকিস্তানের। ৩৭ ওভার শেষে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। এরপর বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। এর আগেও বৃষ্টির কারণে দু’বার খেলা বন্ধ হয়েছিল। 

এতে ৩৭ ওভারে শেষ হয় পাকিস্তানের ইনিংস। বৃষ্টি আইনে ৩৫ ওভারে ১৮১ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। 

হাসান ৩টি ছক্কায় ৩০ বলে অপরাজিত ৩৬ রান করেন। সিলেস ২৩ রানে ৩ উইকেট নেন। 

জবাবে ১২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ১ ও এভিন লুইস ৭ রান করে পাকিস্তানের পেসার হাসান আলির শিকার হন। 

দ্বিতীয় উইকেটে কেসি কার্টিকে নিয়ে ৩৬ ও তৃতীয় উইকেটে শেরফানে রাদারফোর্ডের সাথে ৫৪ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে রাখেন অধিনায়ক শাই হোপ।

কার্টি ১৬, হোপ ৩২ ও রাদারফোর্ড ৪৫ রানে আউট হলে ১০৭ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তখনও জয় থেকে ৭৪ রান দূরে ক্যারিবীয়রা। 

ষষ্ঠ উইকেটে ৭২ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে স্বস্তির জয় এনে দেন রোস্টন চেজ ও জাস্টিন গ্রেভস। চেজ ৪৯ ও গ্রেভস ২৬ রান করেন। 

হাসান ও মুহাম্মদ নাওয়াজ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন চেজ। 

একই ভেন্যুতে আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ব্রাহ্মণবাড়িয়া জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করলেন ধর্ম উপদেষ্টা 
কুয়ালালামপুরে পৌঁছেছেন প্রধান উপদেষ্টা
নেত্রকোণায় পানিতে ডুবে শিশুর মৃত্যু 
মাদারীপুরে প্রতিবন্ধীদের মধ্যে হুইলচেয়ার বিতরণ
১৭ই আগস্ট থেকে ৫৫ লাখ পরিবারকে ১৫ টাকা কেজি দরে চাল দেওয়া হবে : খাদ্য উপদেষ্টা
তিনশ’ আসনের প্রার্থী চূড়ান্ত করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
ওবায়দুল কাদের সাইকোপ্যাথ, হাসিনা ছিল রক্তখেকো : শিবির সভাপতি
গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৪৩৪
নেত্রকোনা সদর উপজেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
ফরিদপুরে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন কারাদন্ড 
১০