ছয় বছর পর পাকিস্তানকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৭:৩৫

ঢাকা, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : ছয় বছর পর ওয়ানডে ক্রিকেটে পাকিস্তানকে হারাল ওয়েস্ট ইন্ডিজ। 

গতরাতে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজ বৃষ্টি আইনে ৫ উইকেটে হারিয়েছে পাকিস্তানকে। সর্বশেষ ২০১৩ সালের মে মাসে পাকিস্তানের বিপক্ষে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের প্রথম ম্যাচ ৫ উইকেটে হেরেছিল ক্যারিবীয়রা। দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজে ১-১ সমতা ফেরাল ওয়েস্ট ইন্ডিজ। 

ত্রিনিদাদের ব্রায়ান লারা স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ রানের সূচনা করে পাকিস্তান। নবম ওভারে ঐ ৩৭ রানেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে পাকিস্তান। ওপেনার সাইম আইয়ুবকে ২৩ রানে এবং বাবর আজমকে খালি হাতে ফেরান ওয়েস্ট ইন্ডিজ পেসার জেইডেন সিলেস।

এরপর পাকিস্তানকে চাপমুক্ত করার চেষ্টা করেন আব্দুল্লাহ শফিক, অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান ও হুসেন তালাত। কিন্তু বড় ইনিংস খেলতে পারেননি তারা। শফিক ২৬, রিজওয়ান ১৬ ও তালাত ৩১ রান করেন। টেস্ট অধিনায়ক সালমান আঘাও ৯ রানে বিদায় নিলে ১১৪ রানে ষষ্ঠ উইকেট হারায় পাকিস্তান। 

সাত নম্বরে হাসান নাওয়াজের দৃঢ়তায় রানের চাকা ঘুরতে থাকে পাকিস্তানের। ৩৭ ওভার শেষে ৭ উইকেটে ১৭১ রান করে পাকিস্তান। এরপর বৃষ্টি নামলে বন্ধ হয় খেলা। এর আগেও বৃষ্টির কারণে দু’বার খেলা বন্ধ হয়েছিল। 

এতে ৩৭ ওভারে শেষ হয় পাকিস্তানের ইনিংস। বৃষ্টি আইনে ৩৫ ওভারে ১৮১ রানের টার্গেট পায় ওয়েস্ট ইন্ডিজ। 

হাসান ৩টি ছক্কায় ৩০ বলে অপরাজিত ৩৬ রান করেন। সিলেস ২৩ রানে ৩ উইকেট নেন। 

জবাবে ১২ রানের মধ্যে দুই ওপেনারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। ব্র্যান্ডন কিং ১ ও এভিন লুইস ৭ রান করে পাকিস্তানের পেসার হাসান আলির শিকার হন। 

দ্বিতীয় উইকেটে কেসি কার্টিকে নিয়ে ৩৬ ও তৃতীয় উইকেটে শেরফানে রাদারফোর্ডের সাথে ৫৪ রান যোগ করে ওয়েস্ট ইন্ডিজকে লড়াইয়ে রাখেন অধিনায়ক শাই হোপ।

কার্টি ১৬, হোপ ৩২ ও রাদারফোর্ড ৪৫ রানে আউট হলে ১০৭ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। তখনও জয় থেকে ৭৪ রান দূরে ক্যারিবীয়রা। 

ষষ্ঠ উইকেটে ৭২ বলে ৭৭ রানের অবিচ্ছিন্ন জুটিতে ওয়েস্ট ইন্ডিজকে স্বস্তির জয় এনে দেন রোস্টন চেজ ও জাস্টিন গ্রেভস। চেজ ৪৯ ও গ্রেভস ২৬ রান করেন। 

হাসান ও মুহাম্মদ নাওয়াজ ২টি করে উইকেট নেন। ম্যাচ সেরা হন চেজ। 

একই ভেন্যুতে আগামীকাল সিরিজের তৃতীয় ওয়ানডে খেলতে নামবে দু’দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০