সিরাজগঞ্জ, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : বহুল প্রত্যাশীত সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠবে ৩ সেপ্টেম্বর।
গতকাল দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের সভায় প্রতিযোগিতার বাইলজ ও লটারীর মাধ্যমে খেলার ফিকশ্চার চূড়ান্ত করা হয়। দুইটি গ্রুপে ৫ টি করে দল নকআউট পদ্ধতিতে খেলায় অংশ নিবে।
আগামী ৩ সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বিকাল ৩টায় ক-গ্রুপে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ একাদশ ও সিরাজগঞ্জ সদর পৌরসভা উদ্বোধনী খেলায় অংশ নিবে।
ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের অপর ৮টি দল হচ্ছে কাজিপুর উপজেলা, কামারখন্দ উপজেলা, রায়গঞ্জ উপজেলা, তাড়াশ উপজেলা, উল্লাপাড়া উপজেলা, শাহজাদপুর উপজেলা, চৌহালী উপজেলা ও বেলকুচি উপজেলা পরিষদ।
সভায় উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিরাজগঞ্জ পৌরসভা প্রশাসক গণপতি রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ জা ম আহসান শহীদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন সহ ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, ক্রীড়া সংগঠক আবু হোসেন, সাবেক ফুটবলার মাহমুদুল হাসান খোকন, হেদায়েতুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল ইসলাম।
প্রতিটি দলে ১৮ জন ফুটবল খেলোয়াড়ের মধ্যে ১৪ জন নিজ উপজেলার ও ৪ জন অন্য উপজেলার খেলোয়াড়সহ মোট ১৮ জন খেলোয়াড় রেজিষ্ট্রেশন করতে পারবে।
দীর্ঘদিন পর সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসিকাপ ফুটবলকে কেন্দ্র করে জেলার ফুটবল অনুরাগীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।