সিরাজগঞ্জে ডিসিকাপ ফুটবল শুরু ৩ সেপ্টেম্বর

বাসস
প্রকাশ: ১১ আগস্ট ২০২৫, ১৮:২০

সিরাজগঞ্জ, ১১ আগস্ট ২০২৫ (বাসস) : বহুল প্রত্যাশীত সিরাজগঞ্জ ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠবে ৩ সেপ্টেম্বর।

গতকাল দুপুরে সিরাজগঞ্জ কালেক্টরেট ভবনের শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের সভায় প্রতিযোগিতার বাইলজ ও লটারীর মাধ্যমে খেলার ফিকশ্চার চূড়ান্ত করা হয়। দুইটি গ্রুপে ৫ টি করে দল নকআউট পদ্ধতিতে খেলায় অংশ নিবে।

আগামী ৩ সেপ্টেম্বর জেলা ক্রীড়া সংস্থার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বিকাল ৩টায় ক-গ্রুপে সিরাজগঞ্জ সদর উপজেলা পরিষদ একাদশ ও সিরাজগঞ্জ সদর পৌরসভা উদ্বোধনী খেলায় অংশ নিবে।

ডিসিকাপ ফুটবল টুর্নামেন্টের অপর ৮টি দল হচ্ছে কাজিপুর উপজেলা, কামারখন্দ উপজেলা, রায়গঞ্জ উপজেলা, তাড়াশ উপজেলা, উল্লাপাড়া উপজেলা, শাহজাদপুর উপজেলা, চৌহালী উপজেলা ও বেলকুচি উপজেলা পরিষদ।

সভায় উপস্থিত ছিলেন ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও সিরাজগঞ্জ পৌরসভা প্রশাসক গণপতি রায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক আ জা ম আহসান শহীদ সরকার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন সহ ৯টি উপজেলার নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মোঃ হারুন অর রশিদ খান হাসান, ক্রীড়া সংগঠক আবু হোসেন, সাবেক ফুটবলার মাহমুদুল হাসান খোকন, হেদায়েতুল ইসলাম ও জেলা ক্রীড়া সংস্থার সচিব মোঃ রেজাউল ইসলাম। 

প্রতিটি দলে ১৮ জন ফুটবল খেলোয়াড়ের মধ্যে ১৪ জন নিজ উপজেলার ও ৪ জন অন্য উপজেলার খেলোয়াড়সহ মোট ১৮ জন খেলোয়াড় রেজিষ্ট্রেশন করতে পারবে।

দীর্ঘদিন পর সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে ডিসিকাপ ফুটবলকে কেন্দ্র করে জেলার ফুটবল অনুরাগীদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০