সিরাজের ফিটনেস ও বোলিংয়ের প্রশংসায় ডেভিড গাওয়ার

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৬:৩২

ঢাকা, ১২ আগস্ট ২০২৫ (বাসস) : ভারতীয় পেসার মোহাম্মদ সিরাজের ফিটনেস ও বোলিং পারফমেন্সের প্রশংসা করেছেন ইংল্যান্ডের সাবেক ক্রিকেটার ডেভিড গাওয়ার। 

সদ্য শেষ হওয়া ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচ টেস্ট সিরিজের সবগুলো ম্যাচ খেলে ১৮৫.৩ ওভার অর্থাৎ ১১১৩ বল ডেলিভারি করেছেন সিরাজ। সবচেয়ে বেশি ওভার বল করার পাশাপাশি সর্বোচ্চ ২৩ উইকেট শিকারী ছিলেন তিনি। তাই সিরাজের ফিটনেস ও বোলিং পারফরমেন্স অবাক করেছে গাওয়ারকে।

ইংল্যান্ডের বিপক্ষে ৫ টেস্টের ৯ ইনিংসে ১৮৫.৩ ওভার বল করে ৭৪৬ রানে ২৩ উইকেট নিয়েছেন সিরাজ। ইংল্যান্ডের বিপক্ষে দু’বার পিছিয়ে পড়েও সিরিজ ২-২ সমতায় শেষ করার পেছনে বড় অবদান রাখেন এই ডান-হাতি পেসার।  

বিশেষভাবে ওভালে সিরিজের শেষ টেস্টের শেষ ইনিংসে সিরাজের ৩০.১ ওভার বোলিং নজর কেড়েছে ক্রিকেট বিশেষজ্ঞদের। সেই তালিকায় আছেন ইংল্যান্ডের হয়ে ১১৭ টেস্ট ও ১১৪ ওয়ানডে খেলা গাওয়ার।

সিরাজের ৩০ ওভার বোলিংয়ের উদাহরণ টেনে ভারতীয় সংবাদ মাধ্যমকে গাওয়ার বলেন, ‘আমার জানার খুব ইচ্ছা, সিরাজ নিজেকে কিভাবে ফিট রাখে, কি খায় এবং কি পান করে। কারণ আমি সিরাজের খাদ্যাভাস ইংল্যান্ডের সব বোলারকে দিতে চাই। সিরিজে সব টেস্ট খেলা এবং নিজের সেরা পারফরমেন্স উজার করে দিতে একটুও কমতি রাখেনি সিরাজ, যা আমাকে অবাক করেছে। ওভালে ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে ৩০ ওভারের বেশি বল করেছে সিরাজ। কারণ ঐ কন্ডিশনে পেসারদেরই সবচেয়ে বেশি বোলিং করতে হয়েছিল। তারপওর সে হাল ছাড়েনি, নিজেকে গুটিয়ে নেয়নি ও ক্লান্তও হয়নি।’

পেসরাদের মধ্যে সিরাজ ও ইংল্যান্ডের ক্রিস ওকসই পুরো ৫ টেস্ট খেলেছেন। ওকস ৫ টেস্টে ১৮১ ওভার বল করে ৫৭৪ রানে ১১ উইকেট শিকার করেছেন। ওকসের পাশাপাশি ইংল্যান্ডের অন্যান্য বোলারদের ফিটনেস নিয়ে সমালোচনা হয়েছে। 

কিন্তু পুরো সিরিজে একেবারেই ব্যতিক্রম ছিলেন সিরাজ। তাই সিরাজের ফিটনেসের প্রশংসা করে গাওয়ার বলেন, ‘জয়ের ক্ষুধার পাশপাশি নিজেদের ফিটনেসকে দুর্দান্তভাবে ফুটিয়ে তুলেছেন সিরাজ। তবে গত কয়েক বছর ধরে ইংল্যান্ড বোলাররা ফিটনেস সমস্যায় ভুগছে, যা আমাকে অবাক করেছে। খুব কমই দেখা গেছে, একই বোলিং আক্রমণ নিয়ে ম্যাচের পর ম্যাচ খেলেছে। তবে ভারতের সিরাজ পুরো পাঁচ টেস্ট খেলেছে, সিরিজের শেষ ইনিংসে ৩০ ওভার বল করেছে। যা উপভোগ্য ছিল।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০