ঢাকা, ১২ আগস্ট ২০২৫ (বাসস) : ইউক্রেনিয়ান সেন্টার-ব্যাক ইলিয়া জাবারনিকে প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথ থেকে দলে ভিড়িয়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন পিএসজি।
ব্রিটিশ গণমাধ্যমের রিপোর্টের সূত্র মতে জানা গেছে ৫৭ মিলিয়ন পাউন্ডে এই চুক্তি চূড়ান্ত হয়েছে।
এই প্রথম কোন ইউক্রেনিয়ান খেলোয়াড় পিএসজিতে খেলার সুযোগ পেল। এ সম্পর্কে এক বিবৃতিতে পিএসজি বলেছে, ‘ইলিয়া জাবারনিকে স্বাগত জানাতে পেরে পিএসজি খুবই আনন্দিত।’
২২ বছর বয়সী জাবারনির আগমনে মূল দলে ব্রাজিলিয়ান তারকা মারকুইনহোসের জায়গা হারানোর শঙ্কা দেখা দিয়েছে। ২০২৪-২৫ মৌসুমে বোর্নমাউথের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন জাবারনি। লিগ টেবিলের নবম স্থানে থেকে বোর্নমাউথ মৌসুম শেষ করেছে। ক্লাব সমর্থকদের ভোটে মৌসুম সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন জাবারনি।
এনিয়ে মূল দলের তিনজন খেলোয়াড়কে এবারের গ্রীষ্মে ছেড়ে দিল বোর্নমাউথ। জাবারনির আগে মিলোস কারকেজকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ও ডিন হুইসেনকে রিয়াল মাদ্রিদের কাছে ছেড়ে দিয়েছে বোর্নমাউথ।
গত মে মাসে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে পিএসজি। আসন্ন মৌসুমে আধিপত্য ধরে রাখতে ট্রান্সফার মার্কেটে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে প্যারিসের জায়ান্টরা। গত শনিবার লিলি থেকে গোলরক্ষক লুকাস শেভালিয়ারকে দলে নিয়েছে। এর মাধ্যমে দলের এক নম্বর গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমার বিদায়ের সম্ভাবনাও প্রকট হয়ে উঠেছে। আগামীকাল ইউরোপা লিগ বিজয়ী টটেনহ্যামের বিপক্ষে ইউরোপীয়ান সুপার কাপের ফাইনালে ডোনারুমা মূল দলে নেই বলে সূত্রমতে জানা গেছে।