বোর্নমাউথ থেকে ইউক্রেনিয়ান ডিফেন্ডারকে দলে নিল পিএসজি

বাসস
প্রকাশ: ১২ আগস্ট ২০২৫, ১৭:৫০

ঢাকা, ১২ আগস্ট ২০২৫ (বাসস) : ইউক্রেনিয়ান সেন্টার-ব্যাক ইলিয়া জাবারনিকে প্রিমিয়ার লিগের ক্লাব বোর্নমাউথ থেকে দলে ভিড়িয়েছে ইউরোপীয়ান চ্যাম্পিয়ন পিএসজি। 

ব্রিটিশ গণমাধ্যমের রিপোর্টের সূত্র মতে জানা গেছে ৫৭ মিলিয়ন পাউন্ডে এই চুক্তি চূড়ান্ত হয়েছে। 

এই প্রথম কোন ইউক্রেনিয়ান খেলোয়াড় পিএসজিতে খেলার সুযোগ পেল। এ সম্পর্কে এক বিবৃতিতে পিএসজি বলেছে, ‘ইলিয়া জাবারনিকে স্বাগত জানাতে পেরে পিএসজি খুবই আনন্দিত।’

২২ বছর বয়সী জাবারনির আগমনে মূল দলে ব্রাজিলিয়ান তারকা মারকুইনহোসের জায়গা হারানোর শঙ্কা দেখা দিয়েছে। ২০২৪-২৫ মৌসুমে বোর্নমাউথের হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেছেন জাবারনি। লিগ টেবিলের নবম স্থানে থেকে বোর্নমাউথ মৌসুম শেষ করেছে। ক্লাব সমর্থকদের ভোটে মৌসুম সেরা খেলোয়াড় মনোনীত হয়েছিলেন জাবারনি। 

এনিয়ে মূল দলের তিনজন খেলোয়াড়কে এবারের গ্রীষ্মে ছেড়ে দিল বোর্নমাউথ। জাবারনির আগে মিলোস কারকেজকে প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন লিভারপুল ও ডিন হুইসেনকে রিয়াল মাদ্রিদের কাছে ছেড়ে দিয়েছে বোর্নমাউথ। 

গত মে মাসে ফাইনালে ইন্টার মিলানকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয় করেছে পিএসজি। আসন্ন মৌসুমে আধিপত্য ধরে রাখতে ট্রান্সফার মার্কেটে বেশ ব্যস্ত সময় কাটাচ্ছে প্যারিসের জায়ান্টরা। গত শনিবার লিলি থেকে গোলরক্ষক লুকাস শেভালিয়ারকে দলে নিয়েছে। এর মাধ্যমে দলের এক নম্বর গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমার বিদায়ের সম্ভাবনাও প্রকট হয়ে উঠেছে। আগামীকাল ইউরোপা লিগ বিজয়ী টটেনহ্যামের বিপক্ষে ইউরোপীয়ান সুপার কাপের ফাইনালে ডোনারুমা মূল দলে নেই বলে সূত্রমতে জানা গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০