পোল ভল্টে নতুন বিশ্ব রেকর্ড গড়লেন ডুপ্লান্টিস

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৬:১৯

ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস) : পোল ভল্টে নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন সুইডেনের আরমান্ড ‘মোন্ডো’ ডুপ্লান্টিস। বুদাপেস্টে চলমান হাঙ্গেরিয়ান গ্র্যা প্রিঁ’তে তিনি এ বছর তৃতীয় বারের মত বিশ্ব রেকর্ড গড়লেন। ৬.২৯ মিটার উচ্চতা পার করে নতুন এই রেকর্ড গড়েছেন তিনি।

সুইডিশ ২৫ বছর বয়সী এই তারকা এ্যাথলেট ক্যারিয়ারে ১৩ বার নতুন বিশ্ব রেকর্ড গড়েছেন। হাঙ্গেরিতে দ্বিতীয়বারের প্রচেষ্টায় তিনি নতুন উচ্চতা পাড়ি দেন। এর আগে জুনে স্টকহোমে তিনি ৬.২৮ মিটার উচ্চতা পার করেছিলেন। ফেব্রুয়ারিতে ক্লারমন্ট-ফেরান্ডে পার করেছিলেন ৬.২৭ মিটার।

এনিয়ে ক্যারিয়ারে ডুপ্লান্টিস ৩৩তম বার প্রথম স্থান দখল করলেন। গতকাল বুদাপেস্টে প্রথম প্রচেষ্টায় তিনি ৬.১১ মিটার উচ্চতা পার করেছিলেন। প্রথম প্রচেষ্টায় তিনি গ্রীসের এমানুইল কারালিস (৬.০২ মিটার) ও অস্ট্রেলিয়ার কুরটিস মার্শালকে (৫.৮৩ মিটার) পিছনে ফেলে প্রথম স্থান দখল করেন।

দ্বিতীয় প্রচেষ্টায় গড়েন নতুন বিশ্ব রেকর্ড। এ সময় ডুপ্লান্টিসের পা ও পেট বারের সাথে লাগলেও লাফটি বিধিসম্মত ছিল।

১৯৮৫ সালের জুলাইয়ে প্যারিসে প্রথমবারের মত পোল ভল্টে ৬ মিটার উচ্চতা পার করেছিলেন ইউক্রেনিয়ান তারকা সার্গেই বুবকা। এরপর নতুন বিশ্ব রেকর্ড হয়েছে ২৬ বার। এর মধ্যে বুবকা ১২ বার ও ডুপ্লান্টিস ভেঙ্গেছেন ১৩বার। বাকি একবার বিশ্ব রেকর্ড গড়েন ফ্রান্সের রেনাড লাভিলেনি।

২০২০ সালে ৬.১৭ উচ্চতা পার করে প্রথমবার বিশ্ব রেকর্ড গড়েছিলেন যুক্তরাষ্ট্রে জন্ম নেয়া ডুপ্লান্টিস।

আগামী ১৩ সেপ্টেম্বর টোকিওতে শুরু হতে যাওয়া এ্যাথলেটিকসের বিশ্ব চ্যাম্পিয়নশিপ শুরুর আগে এমন সাফল্য নিশ্চিতভাবেই ডুপ্লান্টিসকে তৃতীয় স্বর্ণ জয়ের অনুপ্রেরণা জোগাবে। দুইবারের এই অলিম্পিক চ্যাম্পিয়ন পোল ভল্টে সর্বশেষ হেরেছেন ২০২৩ সালের ২১ জুলাই মোনাকোয়। তারপর টানা ৩৩টি জয় পেয়েছেন ডুপ্লান্টিস।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০