ধারে সিরি-এ ক্লাব কোমোতে যোগ দিলেন মোরাতা

বাসস
প্রকাশ: ১৩ আগস্ট ২০২৫, ১৭:২৩

ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস) : এসি মিলান থেকে ধারে সিরি-এ’র আরেক ক্লাব কোমোতে যোগ দিয়েছেন স্প্যানিশ অধিনায়ক আলভারো মোরাতা। উভয় ক্লাবের পক্ষ থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

৩২ বছর বয়সী মোরাতা গত মৌসুমের শেষ কয়েক মাস গ্যালাতাসারেতে ধারে খেলেছেন। সান সিরোতে নিজেকে প্রমানে ব্যর্থ হওয়ায় টার্কিশ ক্লাবে যেতে বাধ্য হন মোরাতা।   

কোচ সেস ফ্র্যাব্রেগাসের অধীনে গত মৌসুমে টেবিলের ১০ম স্থানে থেকে সিরি-এ মৌসুম শেষ করেছে কোমো। ২১ বছরের মধ্যে প্রথমবার তারা গত আসরে সিরি-এ লিগে খেলার যোগ্যতা অর্জন করেছিল। 

এক বিবৃতিতে মোরাতা বলেছেন, ‘গত বছর কোমোর বিপক্ষে খেলতে গিয়ে তাদের প্রতিশ্রুতি ও পরিকল্পনা দেখে আমি দারুন খুশী হয়েছি। এই ক্লাবটির মধ্যে অনেক বেশী উচ্চাকাঙ্খা রয়েছে। আমি সমর্থকদের কাছে প্রতিজ্ঞা করছি প্রতিটি ট্রেনিং সেশন ও ম্যাচে নিজের ২০০ শতাংশ দেবার চেষ্টা করবো। এই ক্লাবের জার্সি পড়ার অপেক্ষা আর সহ্য হচ্ছেনা।’

ক্যারিয়ারে বেশ কিছু বড় শিরোপা জয়ের কৃতিত্ব দেখিয়েছেন মোরাতা। রিয়াল মাদ্রিদ, জুভেন্টাস, এ্যাথলেটিকো মাদ্রিদ ও চেলসির হয়ে তিনি এই শিরোপাগুলো জয় করেছেন। 

২০২৪ ইউরো জয়ী স্পেন দলেরও অধিনায়ক ছিলেন মোরাতা। 

কোমো কোচ ফ্র্যাব্রেগাস বলেন, ‘আমি অনেকদিন ধরেই আলভারোকে চিনি। তিনি যখন মাঠে নামেন এবং নিজেকে প্রমানের জন্য চেষ্টা করেন তখন তার প্রশংসা করতেই হয়। সে একজন বুদ্ধিমান স্ট্রাইকার যিনি সবসময়ই বড় মঞ্চে নিজেকে প্রমান করেছেন।’

আগামী সপ্তাহ থেকে সিরি-এ নতুন মৌসুম শুরু হচ্ছে। ২৪ আগস্ট ল্যাজিওর বিপক্ষে ঘরের মাঠে কোমো সিরি-এ মিশন শুরু করবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাবি তথ্য কেন্দ্রের সেবার মান বৃদ্ধির লক্ষ্যে বিশেষ পদক্ষেপ
জুলাই শহীদদের প্রতি শ্রদ্ধা রেখে নতুন বাংলাদেশ গড়ে তুলতে হবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
উজবেকিস্তানের আইটি পার্ক সিইও এর সাথে বাংলাদেশের রাষ্ট্রদূতের বৈঠক
ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রধান সম্পাদক শামসুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা
মধ্যপ্রাচ্যে ‘আপ বাংলাদেশ’-এর ৩৮ সদস্যের কমিটি ঘোষণা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২,৩৩৭ মামলা
ডিএমপির বিশেষ অভিযানে বিভিন্ন অপরাধে ৫৯ জন গ্রেফতার
সেনাবাহিনী প্রধানের নিজস্ব কোনো ফেসবুক প্রোফাইল নেই : আইএসপিআর
পরমাণু অস্ত্র বহনে সক্ষম ক্ষেপণাস্ত্র ব্যবহারের মহড়া করবে রাশিয়া-বেলারুশ
প্রধান উপদেষ্টা দেশে ফিরেছেন
১০