ঢাকা, ১৩ আগস্ট ২০২৫ (বাসস) : টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে উয়েফা সুপার কাপের দল থেকে বাদ পড়ায় হতাশা নিয়েই পিএসজি ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন গোলরক্ষক গিয়ানলুইগি ডোনারুমা।
ইতালিয়ান এই গোলরক্ষক সামাজিক যোগাযোগা মাধ্যমে এ সম্পর্কে লিখেছেন, ‘প্যারিসের বিশেষ সমর্থকদের জানাতে চাই যেদিন থেকে এখানে এসেছি সেই প্রথম দিন থেকেই সবকিছু দেবার চেষ্টা করেছি। মাঠ ও মাঠের বাইরে আমি নিজের অবস্থান অর্জন করেছি ও পিএসজির গোলবার রক্ষা করেছি। দূর্ভাগ্যবশত: কেউ একজন সিদ্ধান্ত নিয়েছে আমার আর এখানে থাকার প্রয়োজন নেই। দলের সাফল্যে আমার অবদান রাখার প্রয়োজন নেই। আমি খুবই হতাশ ও দু:খ পেয়েছি।’
এর আগে পিএসজি বস লুইস এনরিকে বলেছেন ডোনারুমাকে দল থেকে ছেঁটে ফেলার কঠিন এই সিদ্ধান্তের জন্য তিনি শতভাগ দায়ী। এনরিকে এ সম্পর্কে বলেন, ‘ডোনারুমা বিশ্বের অন্যতম সেরা একজন গোলরক্ষক, এতে কোন সন্দেহ নেই। এমনকি তিনি একজন ভাল মনের মানুস। কিন্তু এটাই একজন উঁচু মানের ফুটবলারের জীবন। এই কঠিন সিদ্ধান্তের জন্য আমি শতভাগ দায়ী। এটা যদি সহজ হতো তবে যে কেউ সিদ্ধান্ত নিতে পারতো। কিন্তু দলে এই মুহূর্তে যে ধরনের একজন গোলরক্ষক প্রয়োজন সেটার কথা চিন্তা করে আমি এই সিদ্ধান্ত নিয়েছি।’
শনিবার লিলি থেকে গোলরক্ষক লুকাস শেভালিয়ারকে ৪০ মিলিয়ণ ইউরোতে দলে ভিড়িয়েছে পিএসজি। ইএসপিএন’র একটি সূত্র নিশ্চিত করেছে ক্লাবের নতুন নাম্বার ওয়ান হিসেবে শেভালিয়ার পিএসজিতে এসেছেন। এবারের মৌসুমে আরো দুইজন শীর্ষ গোলরক্ষক দলে রয়েছেন। যে কারনে ডোনারুমাকে আর রাখতে চায়নি পিএসজি। ডোনারুমার ব্যপারে চেলসি, ম্যানচেস্টার ইউনাইটেড কিংবা ইন্টার মিলানের কাছ থেকে প্রস্তাব পাবার আশা করছে পিএসজি, এমনটা নিশ্চিত করেছেন তার এজেন্ট এনজো রায়োলা।
চুক্তির মেয়াদ আর মাত্র এক বছর বাকি থাকায় ২৬ বছর বয়সী ডোনারুমা পিএসজির সাথে চুক্তি নবায়ন করতে চেয়েছিলেন। কিন্তু দুই পক্ষের মধ্যে এ বিষয়ে কোন সমঝোতা হয়নি।
প্রতি মাসে ডোনারুমার জন্য পিএসজিকে প্রায় সাড়ে আট লাখ ইউরো গুনতে হতো। ক্লাবের স্পোর্টিং ডিরেক্টর লুইস কাম্পোস গত দুই বছর ধরে নতুন যে বেতন কাঠামোর কথা বলে আসছিলেন সে ব্যপারেও রাজী হননি ডোনারুমা। গত মৌসুমে পিএসজির হয়ে অনবদ্য অবদান রেখেছেন ডোনারুমা। প্রথমবারের মত চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে লিভারপুল, এ্যাস্টন ভিলা ও আর্সেনালের বিপক্ষে জয়ে দলকে রক্ষা করেছেন।
ডোনারুমা লিখেছেন, ‘আমি আশা করি পার্ক দি প্রিন্সেসে ভক্তদের চোখে আরও একবার দেখার এবং বিদায় জানানোর সুযোগ পাব, যেমনটি করা উচিত। যদি তা না হয় আমি চাই আপনারা জানুন যে আপনাদের সমর্থন এবং স্নেহ আমার কাছে পৃথিবী এবং আমি তা কখনই ভুলব না। আমি সর্বদা আমার সাথে সমস্ত আবেগ, যাদুকরী রাত এবং তোমাদের স্মৃতি বহন করব যারা আমাকে ঘরে থাকার অনুভূতি দিয়েছিলেন।’
‘আমার সতীর্থদের -- আমার দ্বিতীয় পরিবারকে জানাতে চাই, ধন্যবাদ আমাদের প্রতিটি লড়াই, প্রতিটি হাসি, প্রতিটি মুহূর্ত ভাগ করে নেওয়ার জন্য। তোমরা সবসময় আমার ভাই হয়ে থাকবে।
এই ক্লাবের হয়ে খেলা এবং এই শহরে বসবাস করা এক বিরাট সম্মানের বিষয়। ধন্যবাদ, প্যারিস।