ঢাকা, ১৪ আগস্ট ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের প্রথমে ম্যাচে পাকিস্তান শাহিনসের বিপক্ষে জয়ের জন্য ২২৮ রানের টার্গেট পেল বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল। এ ম্যাচে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ২২৭ রান করে পাকিস্তান শাহিনস।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী জুটিতে ১১.১ ওভারে ১১৮ রান করে পাকিস্তান শাহিনস। দুই ওপেনার খাজা নাফি ও ইয়াসির খান হাফ-সেঞ্চুরি করেন।
৮টি চার ও ২টি ছক্কায় ৩১ বলে ৬১ রান করেন নাফি। ৪০ বল খেলে ৭টি চার ও ২টি ছক্কায় ৬২ রান করেন ইয়াসির।
দুই ওপেনারের পর হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়েছেন তিন নম্বরে নামা সৈয়দ মুহাম্মদ আব্দুল সামাদ। ১টি বাউন্ডারি ও ৫টি ওভার বাউন্ডারিতে ২৭ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি।
এছাড়া শেষ দিকে মুহাম্মদ ইরফান খানের ১২ বলে ২৫ রানের ঝড়ো ইনিংসের সুবাদে ২০ ওভারে ৪ উইকেেেট ২২৭ রানের বড় সংগ্রহ পায় পাকিস্তান শাহিনস।
বাংলাদেশ ‘এ’ দলের রাকিবুল হাসান, হাসান মাহমুদ ও মাহফুজুর রহমান রাব্বি ১টি করে উইকেট নেন।