ঢাকা, ১৪ আগস্ট ২০২৫ (বাসস) : দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেলেন দুই অলরাউন্ডার মিচেল ওয়েন, ম্যাট শর্ট ও পেসার ল্যান্স মরিস। চলমান টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে খেলতে পারবেন না ওয়েন।
ইনজুরির কারণে মাঠের বাইরে ছিটকে যাওয়া এই তিন জনের বদলি হিসেবে ওয়ানডে সিরিজের জন্য অস্ট্রেলিয়া দলে সুযোগ পেয়েছেন অ্যারন হার্ডি, কুপার কনোলি ও ম্যাট কুনেমান। হার্ডি ১৩টি, কনোলি ও কুনেমান ৪টি করে ওয়ানডে খেলেছেন।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার পেসার কাগিসো রাবাদার বল ওয়েনের হেলমেটে আঘাত করে। মাঠে প্রাথমিক চিকিৎসায় নিয়ে ব্যাটিং চালিয়ে যান ওয়েন। ১৩ বলে ৮ রান করে আউট হন তিনি। কিন্তু ম্যাচের পর কনকাশনের লক্ষণ দেখা গেছে ওয়েনের। তাই চিকিৎসকদের পরামর্শে অন্তত ১২ দিন পর্যবেক্ষণে থাকতে হবে তাকে। এরফলে শেষ টি-টোয়েন্টি ও ওয়ানডে সিরিজে খেলতে পারবেন না ওয়েন।
গত জুলাইয়ে টি-টোয়েন্টিতে অভিষেক হয় ওয়েনের। ওয়ানডেতে অভিষেকের অপেক্ষায় ছিলেন তিনি।
পিঠের চোট কাটিয়ে দীর্ঘ পুনবার্সনের পর দলে ফিরেছিলেন মরিস। কিন্তু আবারও একই সমস্যায় পড়ায় ভালোভাবে পরীক্ষার জন্য পার্থে ফেরত পাঠানো হয়েছে তাকে।
ওয়েস্ট ইন্ডিজ সফর থেকে সাইড স্ট্রেইন ইনজুরিতে ভুগছেন শর্ট। টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে খেলার কথা ছিল তার। কিন্তু ইনজুরি থেকে সুস্থ হতে না পারায় ওয়ানডে সিরিজ থেকে বাদ পড়লেন শর্ট।
আগামী ১৬ আগস্ট শেষ টি-টোয়েন্টি খেলতে নামবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। প্রথম দুই ম্যাচ শেষে সিরিজে ১-১ সমতা বিরাজ করছে। ১৯ আগস্ট থেকে ওয়ানডে সিরিজ শুরু করবে দু’দল।
অস্ট্রেলিয়ার ওয়ানডে দল : মিচেল মার্শ (অধিনায়ক), জেভিয়ার বার্টলেট, অ্যালেক্স ক্যারি, বেন ডোয়ার্শিস, ন্যাথান এলিস, ক্যামেরন গ্রিন, জশ হ্যাজেলউড, ট্রাভিস হেড, জশ ইংলিস, মার্নাস লাবুশেন, অ্যারন হার্ডি, কুপার কনোলি, ম্যাট কুনেমান এবং এডাম জাম্পা।