নিজেকে প্রমাণের আরেকটি সুযোগ পাচ্ছেন বিজয়

বাসস
প্রকাশ: ১৪ আগস্ট ২০২৫, ১৯:১২

ঢাকা, ১৪ আগস্ট, ২০২৫ (বাসস) : নিজেকে প্রমাণের আরও একটি সুযোগ পাচ্ছেন বাংলাদেশ ওপেনার এনামুল হক বিজয়। দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলে বিজয়কে সুযোগ দিয়েছে টিম ম্যানেজমেন্ট। 

বর্তমানে অস্ট্রেলিয়া সফরে আছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। 
টি-টোয়েন্টি সিরিজের পর ২৮ থেকে ৩১ আগস্ট পর্যন্ত চারদিনের ম্যাচ খেলবে বাংলাদেশের দ্বিতীয় সারির দলটি। এ ম্যাচটি আগামী বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের প্রস্তুতির প্লাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।

ঘরোয়া মৌসুমে দুর্দান্ত পারফরমেন্স করে দীর্ঘ দিন পর টেস্ট দলে ফিরেন বিজয়। কিন্তু প্রত্যাবর্তনকে স্মরনীয় করে রাখতে পারেননি তিনি। তিন টেস্টের পাঁচ ইনিংসে মাত্র ৬২ রান করেন এই ডান-হাতি ওপেনার। 

তারপরও বিজয়ের উপর আস্থা রেখেছিলেন নির্বাচকরা। বিজয় ও আরও পাঁচজন ক্রিকেটার- ইফতেখার হোসেন, অমিত হাসান, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দিপু এবং হাসান মুরাদ চারদিনের ম্যাচ খেলতে দু’টি পৃথক দলে ভাগ হয়ে আগামী ১৭ ও ১৮ আগস্ট অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন। 

অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি টুর্নামেন্টে খেলা পেসার হাসান মাহমুদ, ওপেনার নাইম শেখ, স্পিনার নাঈম হাসান এবং উইকেটরক্ষক-ব্যাটসম্যান মহিদুল ইসলাম অঙ্কনও বাংলাদেশ ‘এ’ দলের হয়ে চার দিনের ম্যাচে খেলবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০