সিলেটে কাল শুরু হচ্ছে আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট

বাসস
প্রকাশ: ১৫ আগস্ট ২০২৫, ২১:৪৪

ঢাকা, ১৫ আগস্ট, ২০২৫ (বাসস) : আগামীকাল থেকে সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্ট শুরু হচ্ছে। বিকেল তিনটায় সিলেট জেলা স্টেডিয়ামে শুরু হবে এ টুর্নামেন্ট।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে সিলেট সদর উপজেলা ফুটবল দল ও জকিগঞ্জ উপজেলা ফুটবল দল। 

আজ বিকেলে সিলেট জেলা স্টেডিয়ামের ক্রিকেট প্যাভিলিয়নের টিপু মজুমদার প্রেসবক্সে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজক সিলেট জেলা প্রশাসন ও  ব্যবস্থাপনার দায়িত্বে থাকা সিলেট জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তারা জানান, এবার টুর্নামেন্টে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। 

সংবাদ সম্মেলনে সিলেট জেলা ক্রীড়া কর্মকর্তা ও সিলেট জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেনের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য শাহাজ উদ্দিন টিপু।

লিখিত বক্তব্যে তিনি বলেন, সিলেট জেলা প্রশাসক গোল্ডকাপ আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে ১৩টি উপজেলা ও সিলেট সিটি কর্পোরেশন মিলে মোট ১৪টি দল অংশগ্রহণ করছে। 

এবারের টুর্নামেন্টের স্লোগান ‘ইমোশনস ইন ফুটবল’ মূল থিম হিসেবে বেছে নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সিলেট জেলা প্রশাসকের পক্ষে উপস্থিত ছিলেন নেজারত ডেপুটি ডেপুটি কালেক্টর (এনডিসি) কিশোর কুমার পাল, জেলা ক্রীড়া কর্মকর্তা ও জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্যসচিব মো. নূর হোসেন, জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির তিন সদস্য সাংবাদিক ইয়াহিয়া ফজল, ছাত্র প্রতিনিধি ওয়াহেদ উমায়েদসহ অন্যান্য কর্মকর্তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক সংসদ সদস্য রোকেয়া আনসারীর দাফন সম্পন্ন
ঢাকা-চট্টগ্রাম পেট্রোলিয়াম পাইপলাইন উদ্বোধন আগামীকাল
খালেদা জিয়ার জন্মদিনে ফেনীতে বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল
সুনামগঞ্জের দোয়ারাবাজারে খেলা নিয়ে সংঘর্ষ, নিহত ২
খুলনায় খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল
পিআর পদ্ধতি ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার
খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে শেরপুরে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
রাজশাহীতে খালেদা জিয়ার জন্মদিনে যুবদল ও ছাত্রদলের দোয়া মহফিল
মাহেরিন চৌধুরীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল
আড়াই মাসে গাজায় ১৭৬০ জন নিহত : জাতিসংঘ
১০