অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক বব সিম্পসনের মৃত্যু

বাসস
প্রকাশ: ১৬ আগস্ট ২০২৫, ১৩:৪৬

ঢাকা, ১৬ আগস্ট, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক ও কোচ বব সিম্পসন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৯ বছর। 

এক বিবৃতিতে ক্রিকেট অস্ট্রেলিয়া সিডনিতে সিম্পসনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

অস্ট্রেলিয়ার হয়ে ৬২ টেস্টে ৩৯ ম্যাচে অধিনায়কত্ব করেছেন সিম্পসন। 

অস্ট্রেলিয়ার অন্যতম সেরা অল-রাউন্ডার ক্রিকেটার হিসেবে গড়ে ওঠা সিম্পসন প্রথম ১৯৫৭ সালে সফর করেন। ক্যারিয়ারের ৩০তম টেস্টে তিনি সর্বপ্রথম সেঞ্চুরি করেন। ১৯৬৪ সালে ওল্ড ট্র্যাফোর্ডে তিনি ৩১১ রান সংগ্রহ করেছিলেন। 

১৯৬৭ সিরিজের পর তিনি অবসর গ্রহণ করেন। কিন্তু আবারো ৪১ বছর বয়সে প্রায় একদশক পর ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেট এরাতে ফিরে আসেন। খেলোয়াড়ি জীবন শেষে তিনি কোচ হিসেবেও নিজেকে অনন্য অবস্থানে প্রতিষ্ঠিত করেছিলেন। 

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান মাইক বেয়ার্ড বলেছেন সিম্পসন ১৯৬০-এর দশকে একটি অত্যন্ত শক্তিশালী অস্ট্রেলিয়ান দলের মূল ভিত্তি ছিলেন। অস্ট্রেলিয়া এবং নিউ সাউথ ওয়েলসের অধিনায়ক এবং কোচ হিসেবে তিনি পুরো ক্যারিয়ার জুড়ে একজন নেতা হয়ে ওঠেন।

১৯৭৭ সালে ওয়ার্ল্ড সিরিজ ক্রিকেটের আবির্ভাবের সময় অস্ট্রেলিয়ান দলকে সফলভাবে নেতৃত্ব দেওয়ার জন্য ববের অবসর থেকে বেরিয়ে আসার সিদ্ধান্তটি খেলার জন্য একটি দুর্দান্ত সেবা ছিল এবং তার কোচিং অস্ট্রেলিয়ান ক্রিকেটের জন্য একটি সোনালী প্রজন্মের ভিত্তি স্থাপন করেছিল।

১৯৮০ সালে পূর্ণাঙ্গ কোচ হিসেবে সিম্পসন ক্যারিয়ার শুরু করেন। তার অধীনে অস্ট্রেলিয়া নতুন শক্তি হিসেবে আবির্ভূত হয়। ১৯৮৫ সালে স্পোর্টস অস্ট্রেলিয়ার হল অব ফেমে সিম্পসন জায়গা করে নেন। 

প্রথম শ্রেণীর ক্রিকেটে ৫৬.২২ গড়ে ২১,০২৯ রান সংগ্রহ করেছিলেন সিম্পসন। এর মধ্যে ছিল ৬০টি সেঞ্চুরি।  বল হাতে ৩৮.০৭ গড়ে দখল করেছেন ৩৪৯ উইকেট।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০