ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে বিগ ব্যাশ লিগের (বিবিএল) ফ্র্যাঞ্চাইজি পার্থ স্কোর্চার্সের বিপক্ষে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান করেছে বাংলাদেশ ‘এ’ ক্রিকেট দল।
আজ ডারউইনে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ৪০ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপ পড়ে বাংলাদেশ ‘এ’ দল। দুই ওপেনার জিশান ইসলাম ৯, মোহাম্মদ নাইম ৫, সাইফ হাসান ১ ও মাহিদুল ইসলাম অঙ্কন ৬ রানে আউট হন।
এরপর জুটি গড়ার চেষ্টায় ২৬ রান যোগ করেন আফিফ হোসেন ও অধিনায়ক নুরুল হাসান। ১৬ বলে ১৪ রান করে থামেন নুরুল।
সাত নম্বরে নেমে তোফায়েল আহমেদ ১ রানে ফিরলে দলীয় ৭৩ রানে ষষ্ঠ উইকেট হারায় বাংলাদেশ। অষ্টম উইকেটে ২৩ রানের জুটিতে বাংলাদেশকে ১শর কাছে নিয়ে যান আফিফ ও মৃত্যুঞ্জয় চৌধুরি। দলীয় ৯৬ রানে ২ উইকেট হারিয়ে ১শর নীচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে বাংলাদেশ ‘এ’। কিন্তু সেটি হতে দেননি আফিফ ও রাকিবুল হাসান।
নবম উইকেটে ২২ রানের জুটি গড়ে বাংলাদেশকে সম্মানজনক সংগ্রহ এনে দেন আফিফ ও রাকিবুল। ২০ ওভারে ৯ উইকেটে ১২৩ রান করে বাংলাদেশ।
রাকিবুল ১৬ রানে রান আউট হলেও ইনিংসের শেষ পর্যন্ত অপরাজিত থাকেন আফিফ। ৪টি চারে ৪৯ বলে ৪২ রানের অনবদ্য ইনিংস খেলেন আফিফ। পার্থের হয়ে ব্রাইস জ্যাকসন ৩ উইকেট নেন।