ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : গতকাল বরিশালের মাটিতে কোচদের জন্য ওয়ার্কশপের আয়োজন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশের সাবেক তারকা ক্রিকেটার মোহাম্মদ রফিক, জাভেদ ওমর বেলিম, হাসিবুল হোসেন শান্ত এবং মেহরাব হোসেন অপি কর্মশালায় উপস্থিত ছিলেন। উপস্থিত স্থানীয় কোচ এবং তরুণ ক্রিকেটারদের কোচিং টিপস এবং দিকনির্দেশনা দেন তারা।
কর্মশালায় প্রধান অতিথি ছিলেন ক্রিকেট ট্যুরিজম উপদেষ্টা মো. সাখাওয়াত হোসেন।