ঢাকা, ১৭ আগস্ট, ২০২৫ (বাসস) : দক্ষিণ অস্ট্রেলিয়ার বিপক্ষে চারদিনের ম্যাচের জন্য বাংলাদেশ ‘এ’ দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ডারউইনে আগামী ২৮ থেকে ৩১ আগস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে। চারদিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন মাহিদুল ইসলাম অংকন। এ ম্যাচকে আগামী বছর অস্ট্রেলিয়া সফরে টেস্ট সিরিজের প্রস্তুতির প্ল্যাটফর্ম হিসেবে দেখা হচ্ছে।
বর্তমানে অস্ট্রেলিয়া সফরে আছে বাংলাদেশ ‘এ’ দল। ডারউইনে টপ এন্ড টি-টোয়েন্টি সিরিজ খেলছে তারা।
চারদিনের ম্যাচের দলে সুযোগ পেয়েছেন টি-টোয়েন্টি দলে থাকা হাসান মাহমুদ, নাঈম হাসান, মহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।
বাংলাদেশ ‘এ’ দল : মাহিদুল ইসলাম অঙ্কন (অধিনায়ক), সাইফ হাসান, ইফতেখার হোসেন ইফতি, মাহমুদুল হাসান জয়, শাহাদাত হোসেন দীপু, অমিত হাসান, ইয়াসির আলী চৌধুরী, রাকিবুল হাসান, নাইম হাসান, হাসান মুরাদ, রিপন মন্ডল, মুসফিক হাসান, মো. এনামুল হক, হাসান মাহমুদ।