মৌসুমের প্রথম ম্যাচেই এ্যাথলেটিকোর হোঁচট

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:৪১ আপডেট: : ১৮ আগস্ট ২০২৫, ১৮:৩১

ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে লা লিগা মৌসুমের শুভ সূচনা করেছে এস্পানেয়ল। আর এই পরাজয়ে মৌসুমের শুরুতেই হোঁচট খেল এ্যাথলেটিকো।

জুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে এগিয়ে থাকার পরও পেরে মিলার ম্যাচের শেষভাগের গোলে এস্পানেয়লের জয় নিশ্চিত হয়। 

এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে এ্যাথলেটিকো বেশ ব্যস্ত ছিল। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাথে সমান তালে লড়াই করে শিরোপা জয়ের লক্ষ্যে তারা দলে ভিড়িয়েছে এ্যালেক্স বায়েনা, ডেভিড হাঞ্চকো, জনি কারডোসো ও গিয়াকোমো রাসপাডোরিকে।

গত মৌসুমে দিয়েগো সিমিওনের দল চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে ১২ পয়েন্ট পিছিয়ে টেবিলের তৃতীয় স্থানে লিগ শেষ করে। দলকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে এ্যাঞ্জেল কোরেয়া, রডরিগো ডি পল, সিজার আজপিলিকুয়েটাকে বিদায় দেয় এ্যাথলেটিকো। 

এর আগে শনিবার মায়োর্কাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে নতুন মৌসুম শুরু করেছে চ্যাম্পিয়ন বার্সেলোনা। 

রিয়াল মাদ্রিদ আগামীকাল ওসাসুনাকে প্রথম ম্যাচে আতিথ্য দিবে। 

এস্পানেয়লের মাঠে স্লোভাকিয়া সেন্টার ব্যাক হাঞ্চকো শুরুতে এ্যাথলেটিকোকে এগিয়ে দেবার সহজ সুযোগ হাতছাড়া করে। তার হেড এস্পানেয়ল গোলরক্ষক মার্কো দিমিত্রোভি সহজইে রক্ষা করেন। ৩৭ মিনিটে আলভারাজের কার্লিং ফ্রি-কিক কোনাকুনি ভাবে জালে প্রবেশ করলে এগিয়ে যায় এ্যাথলেটিকো। কিছুক্ষন পরেই আলভারেজের শট পোস্টে না লাগলে তখনই হয়তো ব্যবধান দ্বিগুন হতে পারতো। 

সেট পিস থেকে মিগুয়েল রুবিয়োর গোলে ম্যাচ শেষের ১৭ মিনিট আগে এস্পানেয়ল সমতায় ফিরে। ৮৪ মিনিটে ওমার এল হিলাইলির ক্রসে বদলী খেলোয়াড় মিলা এস্পানেয়লকে জয় উপহার দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বিল থেকে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে র‌্যাব
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
যুদ্ধের জন্য রাশিয়াকে ‘পুরস্কৃত’ করা উচিত নয় : জেলেনস্কি
সাবেক যুবদল নেতা মোস্তাফিজুর রহমান টোটনের দাফন সম্পন্ন
শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ১২ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ
মাগুরায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনাসভা 
ঢাবির জাপানি স্টাডিজ বিভাগে ল্যাব ও স্মার্ট ক্লাসরুম উদ্বোধন
স্বৈরাচার হাসিনার পতনের মধ্যদিয়ে দেশের মানুষের মুক্তি মিলেছে : শিমুল বিশ্বাস
১০