মৌসুমের প্রথম ম্যাচেই এ্যাথলেটিকোর হোঁচট

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৭:৪১ আপডেট: : ১৮ আগস্ট ২০২৫, ১৮:৩১

ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত এ্যাথলেটিকো মাদ্রিদের বিপক্ষে ২-১ গোলের জয় নিয়ে লা লিগা মৌসুমের শুভ সূচনা করেছে এস্পানেয়ল। আর এই পরাজয়ে মৌসুমের শুরুতেই হোঁচট খেল এ্যাথলেটিকো।

জুলিয়ান আলভারেজের দুর্দান্ত গোলে এগিয়ে থাকার পরও পেরে মিলার ম্যাচের শেষভাগের গোলে এস্পানেয়লের জয় নিশ্চিত হয়। 

এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে এ্যাথলেটিকো বেশ ব্যস্ত ছিল। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদের সাথে সমান তালে লড়াই করে শিরোপা জয়ের লক্ষ্যে তারা দলে ভিড়িয়েছে এ্যালেক্স বায়েনা, ডেভিড হাঞ্চকো, জনি কারডোসো ও গিয়াকোমো রাসপাডোরিকে।

গত মৌসুমে দিয়েগো সিমিওনের দল চ্যাম্পিয়ন বার্সেলোনার থেকে ১২ পয়েন্ট পিছিয়ে টেবিলের তৃতীয় স্থানে লিগ শেষ করে। দলকে নতুনভাবে সাজানোর লক্ষ্যে এ্যাঞ্জেল কোরেয়া, রডরিগো ডি পল, সিজার আজপিলিকুয়েটাকে বিদায় দেয় এ্যাথলেটিকো। 

এর আগে শনিবার মায়োর্কাকে ৩-০ গোলে বিধ্বস্ত করে নতুন মৌসুম শুরু করেছে চ্যাম্পিয়ন বার্সেলোনা। 

রিয়াল মাদ্রিদ আগামীকাল ওসাসুনাকে প্রথম ম্যাচে আতিথ্য দিবে। 

এস্পানেয়লের মাঠে স্লোভাকিয়া সেন্টার ব্যাক হাঞ্চকো শুরুতে এ্যাথলেটিকোকে এগিয়ে দেবার সহজ সুযোগ হাতছাড়া করে। তার হেড এস্পানেয়ল গোলরক্ষক মার্কো দিমিত্রোভি সহজইে রক্ষা করেন। ৩৭ মিনিটে আলভারাজের কার্লিং ফ্রি-কিক কোনাকুনি ভাবে জালে প্রবেশ করলে এগিয়ে যায় এ্যাথলেটিকো। কিছুক্ষন পরেই আলভারেজের শট পোস্টে না লাগলে তখনই হয়তো ব্যবধান দ্বিগুন হতে পারতো। 

সেট পিস থেকে মিগুয়েল রুবিয়োর গোলে ম্যাচ শেষের ১৭ মিনিট আগে এস্পানেয়ল সমতায় ফিরে। ৮৪ মিনিটে ওমার এল হিলাইলির ক্রসে বদলী খেলোয়াড় মিলা এস্পানেয়লকে জয় উপহার দেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০