জার্মান কাপের খেলায় বর্ণবাদী নির্যাতনের নিন্দা ফিফা প্রধানের

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৮:৫৭

ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : লোকোমোটিভ লিপজিগ ও শালকের মধ্যকার রোববার জার্মান কাপের ম্যাচে বর্নবাদী আচরণের অভিযোগ উঠেছে। বিষয়টি আমলে নিয়ে ফিফা সভাপতি গিয়ান্নি ইনফান্তিনো এক বিবৃতিতে এর নিন্দা জানিয়ে বলেছেন এটা একেবারেই ‘অগ্রহনযোগ্য’।

বিবৃতিতে ইনফান্তিনো বলেন, ‘আমি নিজেকে পুনরাবৃত্তি করছি এবং তা অব্যাহত রাখব। ফুটবলে বর্ণবাদের কোনও স্থান নেই।’

লোকোমোটিভের মাঠে শালকের উইঙ্গার ক্রিস্টোফার এ্যান্টি-আয়েই যখন বলেন তিনি স্থানীয় সমর্থকদের দ্বারা বর্ণবাদের শিকার হয়েছেন সাথে সাথে ম্যাচটি সাময়িক বন্ধ হয়ে যায়। 

স্টেডিয়ামের লাউড স্পিকারে তখন ঘোষনা আসে এই ধরনের বর্ণবাদী আচরণ অত্যন্ত নিন্দনীয়। পরবর্তীতে যখন ম্যাচ শুরু হয় তখন ঐ উইঙ্গারকে লক্ষ্য করে স্বাগতিক সমর্থকরা একাধিকবার দুয়োধ্বনি দিয়েছে। ম্যাচ শেষে অবশ্য লোকোমোটিভ ক্ষমা প্রার্থনা করে একটি চিঠি দেয়। 

রোববার দিনের আরেক ম্যাচে ক্লাব আরএসভি এইনট্র্যাখের বিপক্ষে সফরকারী কেসারস্লটার্ন বর্নবাদের অভিযোগ উত্থাপন করে। 

ইনফান্তিনো বলেছেন, ফিফা এই ঘটনাগুলি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে। একইসাথে তিনি জানিয়েছেন বর্ণবাদের বিরুদ্ধে লড়াইয়ে জার্মান এফএ (ডিএফবি)-এর সাথে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছে ফিফা।

শুক্রবার লিভারপুলে প্রিমিয়ার লিগের মৌসুমের উদ্বোধনী ম্যাচে বোর্নমাউথের উইঙ্গার আঁতোয়ান সেমেনিও অভিযোগ করেন যে সমর্থকদের মধ্য থেকে একজন সদস্য তাকে বর্ণবাদী আক্রমণের শিকার করেছেন।

লিভারপুলের ৪-২ গোলে জয়ের প্রথমার্ধে সেমেনিও দর্শকদের মধ্যে থেকে কেউ তাকে গালিগালাজ করেছে বলে অভিযোগ করার পর খেলা বন্ধ করে দেওয়া হয়। পরে মার্সিসাইড পুলিশ বর্ণবাদীভাবে উত্তপ্ত জনশৃঙ্খলা অপরাধের জন্য একজনকে গ্রেপ্তার করে।

সেমেনিও পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন ঘটনাটি তার সাথে চিরকাল থাকবে। তবে খেলোয়াড় এবং কর্মকর্তাদের প্রতিক্রিয়ার অর্থ হল ফুটবল যখন সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল তখন তার সেরা দিকটি দেখিয়েছে"।

ইনফান্তিনো এ সম্পর্কে আজ বলেছেন, ‘সাম্প্রতিক দিনগুলিতে দ্বিতীয়বারের মতো ফুটবল ম্যাচে বর্ণবাদী নির্যাতনের ঘটনা ঘটেছে যা একেবারেই অগ্রহণযোগ্য।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০