আমাদের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে : জাকের

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:০৩

ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : উপমহাদেশের জায়ান্টদের বাধা অতিক্রম করে বাংলাদেশের এশিয়া কাপ জয়ের সামর্থ্য আছে বলে মনে করেন দলের উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলি। আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে মাটিতে শুরু হতে যাচ্ছে এশিয়া কাপের ১৭তম আসর।

তিনবার এশিয়া কাপের ফাইনাল খেলেও শিরোপা জিততে পারেনি বাংলাদেশ। ২০১২ সালের প্রথমবার ফাইনালে উঠে টাইগাররা। ঘরের মাঠে ওয়ানডে ফরম্যাটে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে পাকিস্তানের কাছে মাত্র ২ রানে হেরে যায়।

এরপর ২০১৬ সালে টি-টোয়েন্টি ও ২০১৮ সালে ওয়ানডে ফরম্যাটে হওয়া আসরের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। দু’বারই ভারতের কাছে যথাক্রমে- ৮ ও ৩ উইকেটে হারে টাইগাররা। 

২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের কথা বিবেচনা করে আগামী মাসে সংযুক্ত আরব আমিরাতে এশিয়া কাপ ২০ ওভারে অনুষ্ঠিত হবে। 

আজ মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে জাকের জানান, প্রথমবারের মত এশিয়া কাপ জয়ের স্বাদ নিতে মরিয়া বাংলাদেশ দল। 

তিনি বলেন, ‘আমাদের লক্ষ্য সহজ। আমরা ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এশিয়া কাপ খেলতে যাব। এটাই একমাত্র লক্ষ্য।’

বাংলাদেশের মিডল অর্ডারের অন্যতম ভরসা জাকের বলেন, ‘আমি অন্তত বলতে পারি, এশিয়া কাপ জয়ের জন্যই আমরা যাব। আমার মনে হয় ড্রেসিংরুমের সবাই একইভাবে বিশ্বাস করে এবং একইরকম অনুভব করে।’

জাকের আরও জানান, এশিয়া কাপের শিরোপা জয়ের স্বপ্ন বাস্তবায়নের জন্য সবাই কঠোর পরিশ্রম করছে।

তিনি বলেন, ‘দলের পরিবেশ চমৎকার ছিল। খেলোয়াড়রা জানে, এশিয়া কাপ জয়ের জন্য কি করতে হবে। 

আমরা কঠোর পরিশ্রম করছি এবং আমরা সত্যিই বিশ্বাস করি, আমরা চ্যাম্পিয়ন হবার জন্যই সেখানে যাচ্ছি।’

বর্তমানে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে এশিয়া কাপের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ দল।

কঠোর ফিটনেস সেশনের মাধ্যমে বাংলাদেশের প্রস্তুতি পর্ব শুরু হয়েছিল। যেই প্রস্তুতিতে ছিল ১৬শ মিটার টাইম ট্রায়াল। এরপর ব্যাটিং-বোলিং এবং ফিল্ডিংয়ে দক্ষতা বাড়ানোর সেশন শুরু করে টাইগাররা। 

আগামী ২০ আগস্ট পর্যন্ত ঢাকায় ক্যাম্পটি চলবে। এরপর চূড়ান্ত প্রস্তুতির জন্য সিলেটে উড়ে যাবে দল।

এশিয়া কাপকে সামনে রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। 

সবগুলো ম্যাচই হবে সিলেটে। 

বাংলাদেশের কাছে এশিয়া কাপের জন্য প্রস্তুতির মঞ্চ হচ্ছে নেদারল্যান্ডস সিরিজ। তাই ঐ সিরিজকে সহজভাবে নেওয়া কোন সুযোগ নেই। 

জাকের বলেন, ‘যেহেতু এটি আন্তর্জাতিক সিরিজ। তাই সিরিজের সব ম্যাচ জয়ের জন্য চেষ্টা করব। তাই ঐ সিরিজকে সহজভাবে নেওয়ার কোন সুযোগ নেই।’

২৬ আগস্ট বাংলাদেশে আসবে নেদারল্যান্ডস। ৩০ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর ডাচদের বিপক্ষে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো খেলবে বাংলাদেশ। দ্বিপাক্ষীক সিরিজ শেষে এশিয়া কাপে খেলতে সংযুক্ত আরব আমিরাতে যাবে বাংলাদেশ দল।

বাংলাদেশের প্রাথমিক টি-টোয়েন্টি দল : লিটন দাস, তানজিদ হাসান তামিম, নাইম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদি হাসান মিরাজ, শামিম পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, মাহেদি হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফুদ্দিন, নাহিদ রানা, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন, সাইফ হাসান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
এ্যাস্টন ভিলা থেকে রামসেকে দলে নিল নিউক্যাসল
৪৩তম জাতীয় ‘বি’ দাবা চ্যাম্পিয়নিশিপের ষষ্ঠ রাউন্ড শেষে দুইজন শীর্ষে
ঢাকায় মার্শাল
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ‘জাতীয় উদ্‌যাপন’ কমিটি গঠন 
আগামীকাল ক্রিকেটারদের সাথে দেখা করবেন বিসিবি সভাপতি
উডের অধীনে পাওয়ার-হিটিংয়ে উন্নতি করতে আগ্রহী জাকের
টাঙ্গাইলে নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ধ্বংস 
সাতক্ষীরা সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৯৫৪ মামলা
৮৫ জন উপজেলা নির্বাচন কর্মকর্তাকে চাকরিতে পুনর্বহাল করেছে ইসি
১০