বোলিং শক্তি বাড়াতে মাফাকাকে দলে নিল দক্ষিণ আফ্রিকা

বাসস
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৫, ১৯:১১

ঢাকা, ১৮ আগস্ট ২০২৫ (বাসস) : অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর আগ মুর্হূতে তরুণ পেসার কিউনা মাফাকাকে দলে নিল দক্ষিণ আফ্রিকা।

আগামীকাল থেকে শুরু হওয়া সিরিজে দক্ষিণ আফ্রিকার ১৭তম সদস্য হিসেবে দলে যুক্ত হলেন মাফাকা।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য শেষ হওয়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের দলে থাকলেও, ওয়ানডে দলে ছিলেন না ১৯ বছর বয়সী মাফাকা। টি-টোয়েন্টি সিরিজে দুর্দান্ত বোলিং পারফরমেন্সের সুবাদে আট মাস পর আবারও ওয়ানডে দলে ফিরলেন তিনি। টি-টোয়েন্টি সিরিজে ৩ ম্যাচ খেলে ৯ উইকেট নেন মাফাকা।  

গেল বছরের ডিসেম্বরে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে সিরিজে ওয়ানডেতে অভিষেক হয় বাঁ-হাতি পেসার মাফাকার। অভিষেক ম্যাচে ৭২ রানে ৪ উইকেট নেন তিনি। পরের ম্যাচে ৫০ ম্যাচে ১ উইকেট শিকার করেন মাফাকা। ঐ সিরিজের পর দক্ষিণ আফ্রিকার হয়ে আর ওয়ানডে ম্যাচ খেলার সুযোগ হয়নি তার।  

দক্ষিণ আফ্রিকা দল : তেম্বা বাভুমা (অধিনায়ক), কর্বিন বোশ, ম্যাথু ব্রিটস্কি, ডেওয়াল্ড ব্রেভিস, নান্দ্রে বার্গার, টনি ডি জর্জি, আইডেন মার্করাম, সেনুরান মুথুসামি, কেশব মহারাজ, উইয়ান মুল্ডার, লুঙ্গি এনগিদি, কিউনা মাফাকা, লুহান-ডি প্রিটোরিয়াস, কাগিসো রাবাদা, রায়ান রিকেলটন, ট্রিস্টান স্টাবস, প্রেনেলান সুব্রায়েন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুবাইয়ে ২৫ মিলিয়ন ডলারের চুরি হওয়া হীরা উদ্ধার
মিরসরাইয়ে দুই ঘন্টার ব্যবধানে পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু
ভোলায় আদালতের অভ্যন্তরে রাস্তা সংস্কার না করে দেয়াল নির্মাণ
ছেলেহারা বাবার কান্নায় ট্রাইব্যুনালে নিঃশব্দ নীরবতা
প্লাস্টিক বর্জ্যের ব্যবহার কমিয়ে আনতে না পারলে জলবায়ুর ঝুঁকি আরও বাড়বে 
ডাকসু নির্বাচন : মব সৃষ্টি করে ছাত্রদল নেত্রীকে মনোনয়ন তুলতে বাধার অভিযোগ
সিইসির সঙ্গে আইআরআই প্রতিনিধি দলের সাক্ষাৎ
যুক্তরাষ্ট্র সফরে নিরাপত্তা নিশ্চয়তায় জোর দেবেন জেলেনস্কি
পিরোজপুরে জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন
মৎস্য সম্পদ সংরক্ষণে জোর দিলেন বিশেষজ্ঞরা
১০