ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : শুভমান গিল ও জসপ্রিত বুমরাহকে নিয়ে আসন্ন এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সূর্যকুমার যাদবের নেতৃত্বেই এশিয়া কাপের শিরোপা ধরে রাখার মিশনে নামবে ভারত। ফিটনেস সমস্যায় এশিয়া কাপে সূর্যের খেলা নিয়ে শঙ্কা ছিল। তবে এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দলের গুরুদায়িত্ব পেয়েছেন সূর্যই।
অক্ষর প্যাটেলের জায়গায় সহ-অধিনায়কের দায়িত্ব পেয়েছেন টেস্ট দলের অধিনায়ক গিল। এক বছর পর টি-টোয়েন্টি দলে ফিরলেন গিল।
ভারতের এশিয়া কাপ দলে ওপেনার হিসেবে রাখা হয়েছে- অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন ও গিলকে। দলে জায়গা পাননি আরেক ওপেনার যশ্বসী জয়সওয়াল। স্যামসনের সাথে দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে আছেন জিতেশ শর্মা।
কাজের চাপ বিবেচনায় এশিয়া কাপে ভারতের সেরা পেসার বুমরাহর খেলা নিয়ে শঙ্কা ছিল। নিজ থেকেই এশিয়া কাপে খেলার ইচ্ছা প্রকাশ করায় বুমরাহকে দলে রেখেছে নির্বাচকরা। গত বছরের বিশ্বকাপের ফাইনালে সর্বশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ৮৯ উইকেটের মালিক বুমরাহ। টি-টোয়েন্টি বিশ্বকাপে ১৫ উইকেট নিয়ে সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছিলেন তিনি।
বুমরাহর সাথে ভারতের পেস আক্রমণে আছেন আর্শদীপ সিং, হর্ষিত রানা ও হার্দিক পান্ডিয়া। স্পিন আক্রমণে আছেন কুলদীপ যাদব, বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল। অকেশনাল স্পিনারের দায়িত্ব পালন করতে পারেন অভিষেক।
গত জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে ভারতের সর্বশেষ টি-টোয়েন্টি সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওয়াশিংটন সুন্দর, নিতিশ কুমার রেড্ডি, রবি বিষ্ণোই ও ধ্রুব জুরেল। এশিয়া কাপের দলে জায়গা ধরে রেখেছেন ইংল্যান্ড সিরিজে খেলা শিবম দুবে ও রিঙ্কু সিং। স্ট্যান্ড-বাই তালিকায় আছেন জয়সওয়াল, সুন্দর ও জুরেল।
১০ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ম্যাচ দিয়ে শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে ভারত। এখন পর্যন্ত রেকর্ড আটবার এশিয়া কাপের শিরোপা জিতেছে টিম ইন্ডিয়া।
ভারত দল : সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক ভার্মা, হার্দিক পান্ডিয়া, শিবম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটরক্ষক), জসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), হর্ষিত রানা ও রিঙ্কু সিং।