মেসির নেতৃত্বে বাছাইপর্বের জন্য ৩১ সদস্যের আর্জেন্টিনা দল ঘোষনা

বাসস
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৫, ১৮:০২

ঢাকা, ১৯ আগস্ট, ২০২৫ (বাসস) : ভেনেজুয়েলা ও ইকুয়েডরের বিপক্ষে দক্ষিণ আমেরিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের আসন্ন দুটি ম্যাচকে সামনে রেখে লিওনেল মেসির নেতৃত্বে ৩১ সদস্যের পুনর্গঠিত স্কোয়াড ঘোষনা করেছে আর্জেন্টিনা। 

অধিনায়ক মেসির পাশাপাশি বেশ কিছু প্রতিভাবান তরুণ মুখকে দেখা যাবে এবারের দলে। যার মধ্যে রয়েছেন ম্যানচেস্টার সিটি স্ট্রাইকার ক্লডিও এচেভেরি, পোর্তো মিডফিল্ডার এ্যালান ভারেলা ও রিয়াল মাদ্রিদের সাথে সদ্য চুক্তিভূক্ত ফ্র্যাংকো মাস্তানটুনো।

এছাড়া কোচ লিওনের স্কালোনির দলে প্রথমবারের মত ডাক পেয়েছেন ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাসের স্ট্রাইকার হোসে ম্যানুয়েল লোপেজ। 

আগামী ৪ সেপ্টেম্বর বুয়েন্স আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়ামে ভেনেজুয়েলাকে আতিথ্য দিবে আর্জেন্টাইনরা। পাঁচ দিন পর ইকুয়েডরের বিপক্ষে খেলতে গায়াকুইল সফরে যাবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা। 

ইতোমধ্যেই বিশ্বকাপের মূল পর্বের টিকেট পেয়ে গেছে আলবিসেলেস্তারা। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা ইকুয়েডর ও ব্রাজিলের তুলনায় বাছাইপর্বের টেবিলের শীর্ষে থাকা আর্জেন্টিনা ১০ পয়েন্ট এগিয়ে রয়েছে। 

আর্জেন্টাইন স্কোয়াড :

গোলরক্ষক : এমিলিয়ানো মার্টিনেজ, ওয়াল্টার বেনিতেজ, জারোনিমো রুল্লি

ডিফেন্ডার : ক্রিস্টিয়ান রোমেরো, নিকোলাস ওটামেন্ডি, নাহুয়েল মোলিনা, গনজালো মনটিয়েল, লিওনার্দো বেলারডি, হুয়ান ফয়েথ, নিকোলাস টাগলিয়াফিকো, মার্কোস এ্যাকুনা, জুলিও সোলার, ফাকুন্ডো মেডিনা

মিডফিল্ডার : এ্যালেক্সিস ম্যাক এ্যালিস্টার, এক্সেকুয়েল পালাকিওস, এ্যালান ভারেলা, লিনড্রো পারেডেস, থিয়াগো আলমাডা, নিকোলাস পাজ, রডরিগো ডি পল, গিওভানি লো সেলসো, ভ্যালেন্ডিন কারবোনি

ফরোয়ার্ড : লিওনেল মেসি, ক্লডিও এচেভেরি, ফ্র্যাংকো মাস্তানটুনো, গিওলিয়ানো সিমিওনে, এ্যাঞ্জেল কোরেয়া, জুলিয়ান আলভারেজ, নিকোলাস গঞ্জালেজ, লিওনেল মেসি, লটারো মার্টিনেজ, হোসে ম্যানুয়েল লোপেজ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
‘রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার ১৬ নম্বরে ধর্মীয় স্বাধীনতার সর্বোচ্চ নিশ্চয়তা প্রদান করেছেন তারেক রহমান’
জাতীয় সংসদ নির্বাচন ৫ দফার ভিত্তিতে দিতে হবে : জামায়াত নেতৃবৃন্দ
গুম-খুনে জড়িত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের বিচার করতে হবে : আখতার হোসেন
সশস্ত্র বাহিনীর আর কোনো কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরিকল্পনা নেই : প্রেস সচিব
মানসিক স্বাস্থ্য নিশ্চিত করতে সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন : রাবিতে সেমিনারে বক্তারা
দপদপিয়া ইউনিয়ন ডিগ্রি কলেজ পরিদর্শন করলেন উপদেষ্টা ফারুক-ই-আজম
বিএনপি হচ্ছে সংস্কারের জন্মদাতা দল : মির্জা ফখরুল
১০