জিম্বাবুয়ে সিরিজের জন্য শ্রীলংকার টি-টোয়েন্টি দল ঘোষণা

বাসস
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৫, ১৭:২১
ফাইল ছবি

ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলংকা ক্রিকেট (এসএলসি)। সর্বশেষ বাংলাদেশ সিরিজের দল থেকে পাঁঁচটি পরিবর্তন এনেছে শ্রীলংকা। 

দলে নতুন মুখ ব্যাটিং অলরাউন্ডার বিশেন হালাম্বাগে ও স্পিন অলরাউন্ডার দুশান হেমন্ত। প্রথমবারের মত জাতীয় দলে ডাক পেলেন ২০ বছর বয়সী হালাম্বাগে। ২০টি স্বীকৃত টি-টোয়েন্টিতে ৫৩৯ রান ও ১১ উইকেট শিকার করেছেন তিনি। 

শ্রীলংকার জার্সিতে ৫টি ওয়ানডে খেললেও, এবারই প্রথম টি-টোয়েন্টি দলে সুযোগ পেয়েছেন হেমন্ত। ৫ ওয়ানডেতে ৩৯ রান ও ২ উইকেট শিকার আছে তার। স্বীকৃত ৭৯ টি-টোয়েন্টিতে ৮৭৪ রান ও ৭৮ উইকেট করেছেন তিনি। 

দলে ফিরেছেন দুই ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো-কামিল মিশারা এবং পেসার দুশমন্থ চামিরা। ২০২৩ সালে এশিয়ান গেমসে অভিষেকের পর জাতীয় দলে আর সুযোগ পাননি নুয়ানিদু। 

২০২২ সালের ফেব্রুয়ারিতে মেলবোর্নে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি অভিষেক হয় মিশারার।ঐ মাসেই ভারতের বিপক্ষে সর্বশেষ ম্যাচ খেলেন তিনি। ৩ ম্যাচে ১৫ রান করে দল থেকে বাদ পড়েন মিশারা। 

সদ্য শেষ হওয়া শ্রীলংকা টি-টোয়েন্টি লিগে ব্যাট-বল হাতে দারুণ পারফরমেন্সের সুবাদে জাতীয় দলে ডাক পেয়েছেন নুয়ানিদু ও মিশারা। টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন নুয়ানিদু। ৪ ইনিংসে ১৫৫ রান করেন তিনি। ১৭২.৭২ স্ট্রাইক রেটে ৫ ইনিংসে ১১৪ রান করেন মিশারা। টুর্নামেন্টে দ্বিতীয় সর্বোচ্চ ১৯টি বাউন্ডারি ও ওভার বাউন্ডারি মারেন তিনি।

শ্রীলংকার হয়ে ৫৫টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন চামিরা। ২০২৪ সালের জানুয়ারিতে কলম্বোতে জিম্বাবুয়ের বিপক্ষে সর্বশেষ ২০ ওভারের ফরম্যাটে খেলেছেন ৫৫ উইকেটের মালিক চামিরা। 

বাংলাদেশ সিরিজের দল থেকে বাদ পড়েছেন আভিস্কা ফার্নান্দো, দিনেশ চান্ডিমাল, জেফরি ভ্যান্ডারসে, ইশান মালিঙ্গা ও ইনজুরি আক্রান্ত হাসারাঙ্গা ডি সিলভা। ইনজুরির কারণে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলেও রাখা হয়নি হাসারাঙ্গাকে। 

আগামী ৩ সেপ্টেম্বর থেকে জিম্বাবুয়ের মাটিতে টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে শ্রীলংকা। 

শ্রীলংকা দল : চারিথ আসালঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কুশল পেরেরা, নুয়ানিদু ফার্নান্দো, কামিন্দু মেন্ডিস, কামিল মিশারা, বিশেন হালাম্বাগে, দাসুন শানাকা, দুনিথ ওয়েলালাগে, চামিকা করুণারত্নে, মহেশ থিকশানা, দুশন হেমন্ত, দুশমন্থ চামিরা, মাথিশা পাথিরানা, নুয়ান থুশারা, চামিকা করুণারত্নে ও বিনুরা ফার্নান্দো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গত এক সপ্তাহে যৌথ বাহিনীর অভিযানে সারাদেশে আটক ৯১
লন্ডন থেকে দেশে ফিরেছেন ড. খন্দকার মোশাররফ
স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরলেন বেগম খালেদা জিয়া
ছাত্র-জনতার আত্মত্যাগে অর্জিত নতুন বাংলাদেশকে সঠিকভাবে পুনর্গঠন করতে হবে : গোলাম পরওয়ার
রমনা বিভাগের ডিসি মাসুদকে নিয়ে এআই প্রযুক্তির বিভ্রান্তিকর ছবি, ডিএমপির প্রতিবাদ
সচিব হলেন মঈন উদ্দিন আহমেদ
উপসচিব পদে পদোন্নতি পেলেন ২৬২ কর্মকর্তা
নির্বাচনে আইন-শৃঙ্খলা নিয়ে আগামী মাসে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে বৈঠক করবে ইসি
জাপানের স্বেচ্ছাসেবক নার্স পাচ্ছেন ‘ফরেন মিনিস্টারস কমেনডেশন’
হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা চলছে বেগম খালেদা জিয়ার
১০