ঢাকা, ২৮ আগস্ট ২০২৫ (বাসস) : বুধবার চ্যাম্পিয়ন্স লিগের প্লে-অফ রাউন্ড শেষ হয়েছে। এখন অপেক্ষা মূল পর্বের ড্র’র। গত আসর থেকে দলের সংখ্যা বাড়ার পাশাপাশি ফর্মেটেও এসেছে পরিবর্তন। গতবারের মতই এবারও ড্র হচ্ছে ভিন্ন আঙ্গিকে, নতুন নিয়মে। বাংলাদেশ সময় রাত ১০টায় মোনাকোর গ্রিমালদি ফোরামে নির্ধারিত হবে প্রথম পর্বে কোন দল খেলবে কার বিরুদ্ধে।
এনিয়ে দ্বিতীয়বারের মত নতুন ফর্মেটে ড্র অনুষ্ঠিত হচ্ছে, যেখানে একটি লিগ টেবিলে অন্তর্ভূক্ত থাকবে ৩৬টি দলই।
আগামী ১৬-১৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রথম সূচীর ম্যাচগুলো। লিগ পর্ব চলবে আগামী বছরের জানুয়ারি পর্যন্ত।
দলগুলোকে গ্রুপে বিভক্ত না করে একেকটি পটে রাখা হয়েছে । চারটি পটে রয়েছে ৯টি করে দল। একই পট থেকে দুটি দল একে অপরের বিপক্ষে হোম এন্ড এ্যাওয়ে ভিত্তিতে খেলবে। তবে একই দেশের ক্লাব একে অপরের বিপক্ষে খেলবে না। বাকি দলগুলো নির্ধারিত হবে পরের পট থেকে। এভাবে একটি ক্লাব গ্রুপ পর্বে মোট আটটি ম্যাচ খেলবে।
নিজের পট থেকে যেহেতু দলগুলো অপর দলের বিপক্ষে খেলবে সে কারনে পট-১’এ থাকার বাড়তি কোন সুবিধা নেই। এর আগে মৌসুমগুলোতে পট-১’এ থাকার অর্থ ছিল টুর্নামেন্টে শক্তিশালী দলের বিপক্ষে গ্রুপ পর্বে না খেলার সম্ভাবনাই বেশী ছিল।
পট-১’এ সাধারণত থাকে চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগের চ্যাম্পিয়ন দল। পাশাপাশি ছয়টি ঘরোয়া লিগের শীর্ষ দল। পট-২’এ থাকে আগের পাঁচ মৌসুমে ইউরোপে ক্লাবগুলোর পারফরমেন্সের র্যাঙ্কিংয়ের ভিত্তিতে উয়েফার কো-এফিশিয়েন্ট ক্লাবগুলো।
একদম শুরুতে প্রথম পট থেকে ম্যানুয়ালি একটা দলের নাম লেখা বল তোলা হবে। এরপর বিশেষায়িত সফটওয়্যার মুহূর্তেই জানিয়ে দেবে কোন আটটি দলের বিপক্ষে সেই ক্লাব খেলবে। কোন দলের সঙ্গে ‘হোম’ এন্ড ‘এ্যাওয়ে’ ম্যাচ খেলবে, সেটিও সেই সফটওয়্যার তাৎক্ষণিকভাবে নির্ধারণ করবে।
আগামী বছর ৩০ মে হাঙ্গেরির বুদাপেস্টের পুসকাস এরেনায় এবারের আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে।
পট-১ : পিএসজি, রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, ইন্টারন্যাজিওনাল, চেলসি, বরুসিয়া ডর্টমুন্ড, বার্সেলোনা
পট-২ : আর্সেনাল, বায়ার লেভারকুসেন, এ্যাথলেটিকো মাদ্রিদ, বেনফিকা, আটালান্টা, ভিয়ারিয়াল, জুভেন্টাস, এইনট্র্যাখ ফ্র্যাঙ্কফুর্ট, ক্লাব ব্রাগ
পট-৩ : টটেনহ্যাম হটস্পার, পিএসভি এইনডোভেন, আয়াক্স, নাপোলি, স্পোর্টিং সিপি, অলিম্পিয়াকোস, স্লাভিয়া প্রাগ, বোডো, মার্সেই
পট-৪ : এফসি কোপেনহেগেন, মোনাকো, গ্যালাতাসারে, ইউনিয়ন সেন্ট. গিলোসে, এফকে কারাবাগ, এ্যাথলেটিক ক্লাব, নিউক্যাসল ইউনাইটেড, পাফোস, কেইরাত আলমাতি